জীবন বড় গতিময় বস্তু আর সেই গতিময়তার শেষ যাত্রা হল শ্মশান যাত্রা। কথায় বলে, যে প্রকৃত বন্ধু সে শ্মশানেও সঙ্গী হয়। কিন্তু এবারে বড় বিপত্তি হয়ে দাঁড়াল করোনা ভাইরাস। হাজার হাজার মানুষ ইতিমধ্যেই প্রাণ দিয়েছেন এই রোগের আক্রমনে। বিশেষজ্ঞদের মতে, এখনও এই রোগের সুচিকিৎসা সেই অর্থে খুঁজে পাওয়া যায় নি। তাই একমাত্র উপায় হল সামাজিক দূরত্ব বজায়। সরকার থেকে চিকিৎসক মহল সকলের অনুরোধ, ভিড় এড়িয়ে চলুন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। এবার শ্মশান যাত্রীদের ভিড় কমানোর জন্য বিশেষ অনুরোধ জানালো কলকাতা পুরসভা।
জানা গিয়েছে, করোনা প্রতিরোধে যখন প্রতিটি মহল তৎপর তখন প্রত্যেকটি শ্মশানকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে মৃতদেহের সাথে চার পাঁচ জনের বেশি লোক যেন না যান। এখানেই শেষ নয়, পরস্পর দুরত্ব বজায় রেখে মানুষ যাতে সমস্ত কাজ সম্পন্ন করে সেই নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গতঃ করোনা আক্রমণের প্রতিরোধে রবিবার দেশ জুড়ে মানুষ প্রতীকী জনতা কারফিউ পালন করেন এবং সোমবার থেকে শহরে কার্যত লক ডাউনের ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে শ্মশানেও এই উদ্যোগের প্রয়োজন ছিল বলে মনে করেছে কলকাতা পুরসভা। ৩১ মার্চ পর্যন্ত দল বেঁধে গাড়ি করে শ্মশানে না আসার জন্য বিশেষ নোটিশ জারি করতে চলেছে পুরসভা।
Discussion about this post