রবীন্দ্রনাথকে অবমাননার বিরুদ্ধে এবং রবীন্দ্র-অবমাননাকারীদের গ্রেফতারের উদ্দেশ্যে রাস্তায় নামলেন শ্রীরামপুরের বেশ কিছু মানুষ। মিছিলে বড়দের পাশাপাশি পোস্টার হাতে হাঁটতে দেখা যায় শিশুদেরও। হাজির ছিলেন কবি মৃদুল দাশগুপ্ত এবং সাহিত্যিক রামকিশোর ভট্টাচার্য্যের মতো পরিচিত মুখও। গত শুক্রবার সন্ধ্যায় শ্রীরামপুর গান্ধী ময়দান থেকে এই প্রতিবাদী পদযাত্রা শুরু হয়। এটি শেষ হয় মিতালি সংঘ ক্লাবের মাঠে। প্রায় একশো জন মানুষ মিছিলে পা মেলান।
কবি মৃদুল দাশগুপ্ত বলেন, “রোদ্দুর রায় রয়েছে দিল্লির এক্তি অভিজাত ফ্ল্যাটে এবং সেখানে সে সাব-অল্টার্ন অথবা সমাজের নিচু স্তরের মানুষদের জন্য কাজ করছে। এই ভন্ডামি করে অশ্লীল সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেই আমাদের লড়াই। আমি রোদ্দুর রায়ের সমালোচনা গ্রেফতার দাবী করছি। আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নামে কেউ কিছু ফেসবুকে লিখলেই গ্রেফতার হন, সেখানে রবীন্দ্রনাথ কি বেওয়ারিশ যে তাঁকে যখন খুশি লাথি মারা যায়? সেই অধিকার রোদ্দুর রায়কে কেউ দেয়নি।” বাচিক শিল্পী পিয়ালী পাঠক জানান, “যেভাবে এতদিন আমরা রবীন্দ্র-সঙ্গীত গেয়ে এসেছি, জীবনের শেষ দিন পর্যন্ত সেভাবেই গাইব।”
Discussion about this post