কার্লোস সোরিয়া, ৮২ বছরের স্প্যানিশ পর্বতারোহী। পণ করেছেন, অক্সিজেন ছাড়াই ৮০০০ মিটারের বেশী উচ্চতার ১৪টি শৃঙ্গ আরোহন করবেন। কিন্তু শেষে নেপালের ধবলগিরিতে এসে থমকে পড়েছেন সেই ‘তরুণ’৷ সেখানেই এবার ইতিহাস গড়লেন বাঙালি পর্বতারোহী পিয়ালি বসাক।
বাঙালির তথা ভারতের পর্বতারোহণের ইতিহাসে দুরন্ত রেকর্ড চন্দননগরের পিয়ালির। কোনোরকম অক্সিজেন সাপোর্ট ছাড়াই নেপালের ধবলগিরি শৃঙ্গ জয় করেছেন চন্দননগরের কানাইলাল স্কুলের এই শিক্ষিকা। ৮১৬৭ মিটার উঁচু এই শৃঙ্গে পৌঁছনোর রেকর্ড আর কোনও ভারতীয় মহিলা পর্বতারোহীর নেই। পিয়ালি ছাড়াও এই অভিযানে ছিলেন আরও দুই ভারতীয় এবং চার শেরপা। সকলেই অক্সিজেন নিয়ে এই অভিযান করলেও একমাত্র পিয়ালি অক্সিজেনের সাহায্য ছাড়া এই অভিযান শেষ করেন।
এর আগে ২০১৮ তে প্রথম বাঙালি এবং দেশের প্রথম অসামরিক ভারতীয় হিসেবে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু জয় করেন পিয়ালি। তবে সেবারই মাউন্ট এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাঁকে। ধবলগিরি পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ। আরোহণের নিরিখে আট হাজার মিটারের অন্যান্য শৃঙ্গের অনেকগুলির তুলনায় যথেষ্ট দুর্গমও। ২০১৬ সালে এই পর্বত অভিযানেই প্রাণ হারান রাজীব ভট্টাচার্য। এবার সেখানেই বাজিমাত করলেন পিয়ালি।
Discussion about this post