চিকিৎসা জগতে কখনও কখনও রোগীর শল্যোপচারের প্রয়োজন পড়ে। নির্দিষ্ট একটি ঘরেই সম্পন্ন হয় শল্য চিকিৎসা বা অপারেশনের কাজ। যে ঘরটিতে অপারেশনের কাজটি হয় তার একটি পোশাকি নামও রয়েছে, ‘অপারেশান থিয়েটার’। কিন্তু ঘরটিকে হঠাৎ ‘থিয়েটার’ বলা হয় কেন? এর পিছনে রয়েছে এক ছোট্ট কাহিনী।
সাল ১৯৪৫। একটি ‘সার্জারি অপারেশন’ বা অস্ত্রোপচার চাক্ষুষ দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল শল্য চিকিৎসাবিদ এবং চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীদের। আগেকার দিনে যেমন রোমান অ্যাম্ফিথিয়েটারে বিভিন্ন দর্শক একত্রিত হয়ে গভীর আগ্রহে দেখত যুদ্ধ, ঠিক তেমনই চিকিৎসাবিদ এবং শিক্ষার্থীরাও গভীর আগ্রহ সহকারে দেখেন সেই অস্ত্রোপচারের কৌশল। ঠিক অ্যাম্ফিথিয়েটারের মতই সেদিন সেই অপারেশন দেখেছিলেন তাঁরা। ঠিক সেই কারণেই তারপর থেকে শল্যচিকিৎসা জনিত ঘরটির নাম হয়ে ওঠে ‘অপারেশান থিয়েটার’। ১৯৪৫ সালের সেই ঘটনাটি তখন ক্যামেরা বন্দীও করা হয়েছিল। বর্তমানে সেই ছবিটি পৃথিবীর অন্যতম বিখ্যাত এক ঐতিহাসিক ছবি হিসাবে পরিচিতও বটে।
Discussion about this post