গত ৩১ আগস্ট ‘অপবিত্র পবিত্রবা’র ট্রেলার মুক্তির পর থেকেই ক্রমেই কৌতূহল বেড়েছে দর্শক মনে। নিয়মমাফিক সমাজের রোজনামচায় এই ছবি ও গানের মিশেলটি যে গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর পক্ষে নয় তা নিশ্চিত এতক্ষণে বুঝেই ফেলেছেন। পেশার কারণে অর্ণব সমাজের বহু মানুষের সংস্পর্শে এসে বুঝেছেন, ‘প্রতিটি মানুষের জীবনই একেকটা গান হতে পারে’। আর সেই ভাবনাই তাঁর কলমে জুগিয়েছে সাহস, গলায় দিয়েছে স্পর্ধা। মুক্তির প্রাক্কালে ডেইলি নিউজ রিলের তরফে অর্ণবের সঙ্গে যোগাযোগ করতেই ‘অপবিত্র পবিত্রবা’ নিয়ে সামনে এল আরও কিছু খুটিনাটি, সামনে এল তার লড়াইয়ের গল্প।
অর্ণব ‘অপবিত্র পবিত্রবা’র মুক্তির আর মাত্র ৪৮ ঘন্টা বাকি, এই শেষ সময়ের প্রস্তুতি কেমন?
এখন পুরোদমেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে ফাইনাল এডিটিং। মুক্তির আগেই বারংবার ঝালিয়ে নেওয়া হচ্ছে কোথাও কোনো খুঁত রয়ে যাচ্ছে না তো? থাকলে আবার সেগুলো রেক্টিফাই করা হচ্ছে। ১১ তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ‘Arnab & FAGUS’ ইউটিউব চ্যানেলটি থেকেই মুক্তি পাবে ‘অপবিত্র পবিত্রবা’।
আপনাকে এই শর্ট-ফিল্মে একজন গায়কের পাশাপাশি অভিনেতা হিসেবেও দেখতে চলেছে দর্শক, অভিনয়ে ইন্টারেস্ট কি প্রথম থেকেই?
একদমই না। অভিনয়ে আমার প্রথম থেকে কোনও রকম আগ্রহই ছিল না। তবে এই কাজটা করার পর ঠিক করেছি প্রতিবছরই আমি এরকম কিছু একটা বানানোর চেষ্টা করব৷ আর অভিনয়ের কথা যদি জানতে চান তবে বলি, এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা ছবি সবেতেই বাজেট একটা বড় বাধা। তাই কোনও প্রফেশনাল অভিনেতা অভিনেত্রীকে নিয়ে কাজ করাটা বেশ খরচ সাপেক্ষ। তাই নিজেকে গ্রুম করে নিজেই অভিনয়টা করারও চেষ্টা করেছি। এতে খরচের পাশাপাশি কাজের মৌলিকতাও বজায় রাখা গিয়েছে।
পেশায় আপনি একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ পাশাপাশি একজন সঙ্গীতশিল্পীও, দুটোকে ব্যালেন্স করেন কীভাবে?
যেদিন থেকে আমি স্বাবলম্বী হয়েছি, অর্থ উপার্জন করতে শিখেছি আমি জেনেছি সমাজে যা কিছু দেখা যাচ্ছে সেখান থেকেই শিল্প গঠিত হয়। অর্থাৎ সমাজ ব্যতীত শিল্প তৈরি হতে পারেনা। পেশার কারণে আমায় সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এমন বহু মানুষের সংস্পর্শে আসতে হয়। সেখানেই বুঝেছি প্রতিটি মানুষের জীবন দিয়েই একটা গান হতে পারে। তাই পেশা আমার গানে বাধা হয়ে দাঁড়ায়নি কখনও, বরং মানসিকভাবে অর্থনৈতিকভাবে গানকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।
পরিচালক তথা গায়ক অর্ণব এভাবেই শোনালেন ‘অপবিত্র পবিত্রবা’র লড়াইয়ের সাত-সতেরো। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার দেখেই ছবি নিয়ে বেশ খানিকটা আশাবাদী দর্শককূল। এবার কেবল মুক্তির অপেক্ষা…
Discussion about this post