আজকের এই ইন্টারনেটের যুগে বই বা মাসিক পত্রিকা পড়ার চল প্রায় হাতে-গোনা। বিভিন্ন পত্র-পত্রিকার চাহিদাও এখন প্রায় তলানিতে। নিজের হাতে গল্প-কবিতা-প্রবন্ধ লেখার তাগিদও কমে আসছে। আবার কিছু ক্ষেত্রে বহু নতুন লেখকের লেখাও অপ্রকাশিত রয়ে যাচ্ছে সমাদরের অভাবে। তবু এরই মধ্যে বেশ কিছু পত্রিকা নতুন করে আশার আলো দেখাচ্ছে। ‘অকপট সাহিত্য পত্রিকা’ এমনই এক পত্রিকার নাম।
‘অকপট সাহিত্য পত্রিকা A Genuine Literary’ কেবলমাত্র একগুচ্ছ ছাপা কাগজ নয়। সম্পাদক মণ্ডলীর মতে, এটি সাংস্কৃতিক পরিমন্ডলের মাঝে বাস করার তথা উৎসবের মূল কারণও। পরিচিত লেখকদের পাশাপাশি বিভিন্ন তরুণ এবং নতুন লেখকদের বিভিন্ন লেখা যাতে সমানভাবে সমাদৃত হয় তার জন্যই এই প্রচেষ্টা। ২০১৭ সালে ‘কবিপক্ষ সংখ্যা’ দিয়ে এর সূচনা ঘটে। সকলের উৎসাহে সাফল্যের সঙ্গে চতুর্থ সংস্করণের দিকে এগিয়ে চলেছে পত্রিকাটি। আগামী নববর্ষের প্রাক লগ্নে, ১২ এপ্রিল রবিবার রবীন্দ্র সদন চত্বরে প্রকাশিত হতে চলেছে ‘নববর্ষ’ সংখ্যাটি। এই সংখ্যার থিম ‘বাঙালির নববর্ষঃ একাল ও সেকাল’। এই বিষয়ের উপরে উৎকৃষ্ট লেখাগুলি অগ্রাধিকার পাবে বলেই জানানো হয়েছে। এই উপলক্ষ্যে বিভিন্ন লেখক-লেখিকার কাছে মৌলিক অপ্রকাশিত লেখার আহ্বানও করা হয়েছে পত্রিকার তরফে। অতীতের সমস্ত গ্লানি ব্যর্থতা ভুলিয়ে দিয়ে নতুনের আগমন ঘটে, তেমন ভাবেই পত্রিকার ‘নববর্ষ সংখ্যা’য় নতুন লেখকদের সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।
Discussion about this post