বর্তমান সময়ে সোশ্যাল জগতে মিমের গুরুত্ব এক অন্য মাত্রা পেয়েছে। কিন্তু সেই মিমই মাঝে মধ্যেই অপমান করছে লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে। সেরকমই একটি মিম এই মুহূর্তে ট্রেন্ডিং। ‘নিষিদ্ধ Meme পল্লী’ নামের গ্রুপে মাঝে মধ্যেই বিতর্কিত মিম পোস্ট করার অভিযোগ উঠত। কিন্তু এদিন শী দিব্যেন্দু নামের এক ফেসবুক ব্যবহারকারীর এক অ্যাসিড আক্রান্ত যুবতীকে নিয়ে করা মিম ছাড়িয়ে গেল সব মাত্রা।
ইদানিং ফেসবুকে যে কোন বিষয়কে ধরে সেটি এবং তাঁর ‘লাইট’ ভার্সন ধরে মিম বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই পরিস্থিতিতে কাজে লাগিয়েই শী দিব্যেন্দু নামের ওই ফেসবুক প্রোফাইল থেকে এক অ্যাসিড আক্রান্ত যুবতীর ছবি এডিট করে বিকৃত মিম পোস্ট করেন। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়তে শুরু করে নেট-দুনিয়া। নিজে অ্যাসিড হামলার শিকার এবং অ্যাসিড আক্রান্তদের নিয়ে বর্তমানে কাজ করছেন মনীষা পৈলান। তিনি বলেন, এর আগেও এরকম অ্যাসিড-আক্রান্তদের নিয়ে মিমের মাধ্যমে বর্বর মানসিকতার প্রতিফলন আমরা দেখেছি। এই মিমাররা নিজেরাও জানে তাঁরা এটি অপরাধ করছে। যদি কোনও মন্ত্রী-নেতাকে নিয়ে এই ধরণের মিম হত তাহলে এতক্ষণে অভিযুক্ত গ্রেফতার হয়ে যেত। মনীষা আরও বলেন, কিন্তু অ্যাসিড-আক্রান্ত মহিলাই যেহেতু মিমের বিষয়বস্তু, তাই এর কোনও শাস্তি হবেনা। জানিনা কোথায়, কবে আমরা এই বর্বরতার বিচার পাব?
Discussion about this post