এক অন্য চিত্র ধরা পড়ল ‘ডেইলি নিউজ রিল’এর ক্যামেরায়। নদীয়ার মন্ডপঘাট, পাড়ুয়া, বাপুজীনগরের তৃষা রায়ের ‘সাধ ভক্ষণ’ উপলক্ষ্যে তাদের পরিবার দাঁড়ালো এলাকার দুঃস্থ গর্ভবতী মায়েদের পাশে। এদিন মোট ৪৫ জন হবু মা’কে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ফল, মিষ্টি, মাস্ক ও ফাইল তুলে দেন তৃষা,তাঁর জীবন সঙ্গী রাজকুমার সহ গোটা পরিবার।
এলাকারই প্রতন্ত চাষাপাড়া থেকে আসা এক মা এর কথায়, “এই লকডাউনের দুর্দিনে এই পরিবার আমাদের একটু আশার আলো দেখালেন।” যাকে ঘিরে এতো আয়োজন সেই তৃষা শিকদার জানালেন, “সব পরিকল্পনাই আমার মা, বাবা আর রাজকুমারের। ওরা এবং পরিবারের অন্যদের নেওয়া এই উদ্যোগের অংশীদার হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আমার আগত সন্তানও যেন এরকমভাবেই মানুষের পাশে থাকতে পারে সেই কামনাই করি।”
মূল উদ্যোক্তা আশালতা শিকদার বলেন, “আমাদের সামর্থ্য অনুযায়ী যৎসামান্য এই উপহার আগামীর মায়েদের হাতে তুলে দিতে পেরে আমরা ধন্য। সরকারি বিধিনিষেধ মেনে শারীরিক দূরত্ব বজায় রেখেই সকলে যদি নিজেদের মত করে মানুষের পাশে এসে দাঁড়ান তবেই আমাদের এই চেষ্টা সফল হবে।” করোনা আবহে হাজারও নৃশংসতার মাঝেও এমন উদ্যোগ সত্যিই ভাবায় আমাদের। এই আকালেও তাহলে আমরা স্বপ্ন দেখতে পারি। তাই না?
প্রতিবেদক অঙ্কিত সরকার
Discussion about this post