বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবের জেরে প্রতিদিনই নয়া আতঙ্ক দানা বাঁধছে মানুষের মনে। আর আতঙ্ক থেকেই তৈরি হয় কুসংস্কার, রটে গুজব। এই আণুবীক্ষণিক ভাইরাসের জেরে কার্যত তছনছ গোটা পৃথিবী। বিজ্ঞানীরা রাত দিন এক করে চালিয়ে যাচ্ছেন ভ্যাকসিন তৈরি নিয়ে গবেষণার কাজ। আর এই চেষ্টায় কার্যতঃ জল ঢেলে দিয়েছে সাধারণ মানুষের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গুজব।
রোজই শিরোনামে উঠে আসছে একের পর নির্বুদ্ধিতার পরিচয়। কেউ বলছে গোমূত্রে সারবে করোনা, কেউ বা করোনা তাড়াতে ঢাকঢোল পিটিয়ে করছে পূজা-অর্চনা। আবার কারোর বিশ্বাস তুলসী পাতা খেলে, রোদে দাঁড়িয়ে থাকলে ভাইরাস মোকাবিলা সম্ভব। এই সমস্ত মন গড়া কুসংস্কারের বিরুদ্ধেই সোচ্চার হয়ে মাঠে নামল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা। লাগাতার কুসংস্কার বিরোধী প্রচার কর্মসূচী চালিয়ে এই সমিতির কর্মীরা মানুষকে বার্তা দিয়ে চলেছেন, “করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না।” পথচলতি মানুষদের সতর্ক করতে সচেতনতা বাড়াতে চলছে লিফলেট বিলিও।
গত প্রায় ১৬ দিন ধরেই এই প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সদস্যরা। সমিতির পক্ষ থেকে করোনা থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন,”ধর্মালয় নয়, মানুষের চাই হাসপাতাল ও উন্নত চিকিৎসা ব্যবস্থা। সরকারের উচিৎ যারা গুজব ছড়াছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া।” পাশাপাশি, সমিতির পক্ষে অর্পণ রায় বলেন, “করোনা আক্রান্ত রোগীকে অবহেলা করা উচিৎ নয়, বরং তার পাশে থাকাই উচিৎ।”
Discussion about this post