প্রতিশ্রুতির কথা চিন্তা করলেই মননে প্রবেশ করে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতার লাইন “কেউ কথা রাখেনি।” চারপাশে কান পাতলে অবশ্য এটাই শোনা যায়। বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতার মোড় এখন পাহাড় সমান উর্ধ্বে। তবে পারিপার্শ্বিক ঘটনা, সেলেব এবং ফেসবুকের কিছু মিমসের আড়ালে নিজেকে আবদ্ধ রাখলে কিছু ভালো জিনিস, কিছু রাখা প্রতিশ্রুতির কথা আমাদের থেকে লুকিয়ে যায়। যেমন ভাবে অনেকের চোখেই পড়েনি ২০ বছর পর মা’কে দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণ করার ঘটনা।
This Article is POWERED by Dorkar Mall, Download this App & Shop Now. আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস.যেমন জামাকাপড়, জুতো, কসমেটিকস, শাকসবজি, মাছ, মাংস, ডিম, মুদি দ্রব্য, ফলসহ যে কোনো খাবার ইত্যাদি বাড়িতে বসে পেতে আলাদা আলাদা অ্যাপ না ব্যবহার করে PLAY STORE থেকে INSTALL করুন আপনার লোকাল অ্যাপ DORKAR MALL আর পেয়ে যান প্রত্যেক অর্ডারে আকর্ষণীয় ছাড়।
৫ বছর বয়সী ইমানুয়েল প্যাটন কিন্ডারগার্টেনে থাকাকালীন তার মা ক্যারোলিন প্যাটনকে প্রতিশ্রুতি দেয় একসাথে স্নাতক সম্মান অর্জন করার। ২০ বছর পর সে তার মা’কে দেওয়া কথা রাখলেন। তাদের একসাথে একই দিনে একই মঞ্চে স্নাতক হওয়ার প্রতিজ্ঞা পূরণ হল। ২০টা বছরের পথ একা মা এবং তার দুই ছেলেমেয়ের জন্য সরল একেবারেই ছিল না। ছেলে মেয়ের কথা মাথায় রেখে মা মিসিসিপি থেকে মেরিল্যান্ডে পাড়ি দেন। এরপর থেকেই শুরু হয় তাদের জীবন সংগ্রাম। কিন্তু ছেলে-মেয়ে তাকে একজন সঙ্গী, সহপাঠী অথবা একজন অভিভাবকের মতো সহযোগিতা করে গিয়েছে। একজন মায়ের কাছে তার সন্তানের পাশে থাকা কতখানি মূল্যবান তার চাক্ষুষ প্রমাণ এই ঘটনা।
ক্যারোলিন প্যাটন একাধিকবার তার ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করার চেষ্টা করেছিলেন কিন্তু নানান রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়াই সম্পূর্ণ করে উঠতে সক্ষম হননি। তবে তার ছেলে ইমানুইয়েল ভুলে যায়নি স্কুলে করা প্রমিসের কথা। প্রতিটি মুহূর্তে ইমানুয়েল তার প্রতিশ্রুতির কথা তার মায়ের সাথে আলোচনা করে গিয়েছেন, জানালেন তার মা ক্যারোলিন প্যাটন। অবশেষে মা ও ছেলে দুজনের স্বপ্ন সত্যি হল। ক্যারোলিন প্যাটন মানবিক বিষয় নিয়ে এবং তার ছেলে ইমানুয়েল প্যাটন জন-নিরাপত্তার বিষয়ে স্নাতক সম্মান অর্জন করলেন। ইমানুয়েল ও ক্যারোলিন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের কাছ থেকে একসাথে তাদের সার্টিফিকেট গ্রহণ করেন। সন্তান তার দেওয়া প্রতিশ্রুতি এভাবেই অক্ষরে অক্ষরে পালন করে আগামীর জন্য একটি অসাধারণ বার্তা দিলেন। “এটা এমন কিছু যা আমি কখনই ভুলিনি আমি আমার কথা রেখেছি। আমি আমার কথার মানুষ”। বলেন ইমানুয়েল প্যাটন।
Discussion about this post