গত ২৭ জানুয়ারি সকাল থেকে শ্রীরামপুরের বাড়ি থেকে নিরুদ্দেশ ৬৭ বছরের বৃদ্ধা কল্যাণী ঘোষ। ঠাকুরবাড়ি স্ট্রিটের (রাধাবল্লভ মন্দিরের পাশে) এই নিখোঁজ বাসিন্দার পরিবারের তরফে ইতিমধ্যেই স্থানীয় থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। পরিবারের তরফে ‘ডেইলি নিউজ রিল’কে জানানো হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন এবং তাঁর উচ্চতা ৫ ফুট। নিরুদ্দেশ হওয়ার সময় ওনার পড়নে ছিল, লাল চাপা শাড়ি, মেরুন সোয়েটার, মাথায় হলুদ-সাদা টুপি, চোখে কালো চশমা, নাকে পাথরের নাকছাবি।
দয়া করে কেউ যদি ওই বৃদ্ধাকে দেখতে পান অথবা ওনার সম্পর্কে কিছু জানতে পারেন, স্থানীয় পুলিশ স্টেশনে কিংবা নিখোঁজের পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগের নং: 9874923526







































Discussion about this post