“রোগকে ঘেন্না কর, রোগীকে নয়।” স্বাধীনতার বহু পরেও ভারতকে যে দুটি রোগ নিয়ে লড়তে হয়েছে, তা হলো কুষ্ঠ এবং পোলিও। পোলিওর থেকে ভারত প্রায় পুরোপুরিই মুক্তি পেয়েছে বলা চলে। কিন্তু কুষ্ঠ রোগ এবং রোগী দুটিকেই এখনও অত্যন্ত ঘৃণার চোখে দেখা হয়। কুষ্ঠ রোগের সচেতনতা নিয়েই ব্যারাকপুরের এক এনজিও পদযাত্রা বের করে বিশ্ব কুষ্ঠ দিবসের দিন।
রোগটির সবথেকে খারাপ দিক হল এখনও ভারতে রোগটিকে কোনও পাপ এবং রোগীকে পাপী হিসাবে ধরা হয়। মানুষের মধ্যে থেকে এই কুসংস্কার আগে দূর করতে হবে, তবেই সম্ভব হবে এই রোগে সাথে লড়াই করা। আর সেই কুসংস্কার দূর করতেই ব্যারাকপুরের বেসরকারী সংস্থা থেকে পদযাত্রা অনুষ্ঠিত হয় গত ৩০ জানুয়ারি। এনজিওর তরফে ২৭০ টি বাচ্চা এবং ৪০ জন সদস্য নিয়ে পদযাত্রাটি ব্যারাকপুরের তেলিনিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। ছেলে মেয়েরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে। পথ চলতি সাধারণ মানুষের মধ্যে এই রোগ সংক্রান্ত লিফলেট বিলি করা হয়।
এই রোগকে হারাতে গেলে মানুষের চিন্তাভাবনা পাল্টানো সবার আগে প্রয়োজন। একদিন ভারতবর্ষ কুসংস্কার মুক্ত হবে, একদিন এই রোগ মুল থেকে শেষ হবে। এই ভাবনা নিয়েই আমাদেরও এগোতে হবে। সমাজের প্রতি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। শিক্ষিত যুব সমাজের উচিত এই বিষয়ে সকলকে যুক্তি দিয়ে বোঝানো। তাই এমন ধরণের সমাবেশ আরও প্রয়োজন। তাই যুক্তিবাদী মনোভাবের ডানা মেলার আশু প্রয়োজন।
Enter
Discussion about this post