“সত্যি সেলুকাস কি বিচিত্র এ দেশ” আর এই বিচিত্র দেশের বিচিত্র মানুষ গুলোর কথা যে না বললেই নয়। এই বিচিত্র মানুষেরাই মাঝে মাঝে বিচার বিবেচনার উর্দ্ধে গিয়ে এমন কিছু কান্ড ঘটিয়ে ফেলে যা তাকে পৌঁছে দেয় বিস্ময়ের চরম সীমায়। সেই রকমই এক বিচিত্র ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের এক ট্রাক চালক টিম ফ্রেডি৷
ফ্রেডি নিজের সহনশক্তির পরীক্ষার জন্য ২০০ টিরও বেশি সাপের বিষ ইঞ্জেক্ট করেছেন নিজের শরীরে। আর তার থেকেও আশ্চর্যের বিষয় হল যে এসবের পরেও তিনি জীবিত। এই ৫২ বছর বয়সি ট্রাকচালক ফ্রেডি একজন নগণ্য ছাপোষা মানুষ। না তিনি কোনো বিজ্ঞানী আর না তিনি কোনোদিন বিদ্যালয়ের গন্ডিতে পা রেখেছেন। তাঁর দেশে দেশে প্রতি পাঁচ মিনিটে একজন সাপের কামড়ে মারা যায় এবং প্রায় চারজন সাপের কামড়ে সারাজীবনের মত পঙ্গু হয়ে যায়। ঠিক সেই দেশে দাঁড়িয়ে তিনি সাপের বিষ থেকে মৃত্যু রুখতে প্রায় ২০ বছর ধরে এমন ভয়ঙ্কর কাজ চালিয়ে যাচ্ছেন।
ফ্রেডি শুধু এই করেই ক্ষান্ত হননি, নিজের বাড়িতেও বেশ কয়েক প্রজাতির বিষধর সাপও পোষেন তিনি। তার মধ্যে অন্যতম হল জল কেউটে। যার বিষে রয়েছে সাইটো টক্সিন। যেটির প্রভাবে স্নায়ুতন্ত্র অবশ হওয়ার সাথে সাথে হতে পারে অঙ্গহানিও। ফ্রেডির কথায় গোটা পৃথিবীতে সাপের প্রজাতির সংখ্যা প্রায় ৩০০০। তার মধ্যে ২০০ টির বেশি প্রজাতির কামড়ে হতে পারে তৎক্ষণাৎ মৃত্যু। ভাইপার, ব্ল্যাক মাম্বা, কেউটে সব মিলিয়ে মোট ৭০০ বার বিষ শরীরে ইনজেক্ট করেছেন তিনি। এর ফলে অনেক বার পড়তে হয়েছে ঝুঁকির মুখে। হাসপাতালেও ভর্তি হতে হয়েছে দু’বার। তাও এই অদ্ভুত নেশা থেকে পিছপা হননি তিনি। শরীরে বিষের পরিমাণ বাড়লে তা নাকি নিজেই অ্যান্টিবডি তৈরি করে নেয় এই মতে বিশ্বাসী তিনি।
ডাক্তারদের মতে এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি। কোনো মানুষ নিজের ইচ্ছামত নিজের উপর পরীক্ষা করতে পারে না। সেই পরীক্ষার সরকারি ছাড়পত্রও থাকে না। ব্রিটেনের লিভারপুলের এক কোম্পানি সাপের বিষ কাটানোর ওষুধ তৈরি করে বলে জানা যায়। তবে তা নিয়ন্ত্রিত পরিবেশে ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে৷ যে পরীক্ষায় মানুষের জীবনহানি ঘটাতে পারে সেই পরীক্ষা অনৈতিক বলেই দাবি বিজ্ঞানিদের। জীবনে অ্যাডভেঞ্চার আমরা কে না পছন্দ করি। কিন্তু এই অ্যাডভেঞ্চারই আমাদের জীবন নাশ না করে সেই বিষয়ে খেয়াল রাখাটা আমাদের দায়িত্ব। এমন কোনো পরীক্ষামূলক অ্যাডভেঞ্চারকে সমাজ কখনোই স্বীকৃতি দেবে না যা ডেকে আনতে পারে চরম বিপদ।
Discussion about this post