বিশ্বের বেশিরভাগ মানুষই প্রতিদিন শারীরিক পরিশ্রম করে। কিন্তু তাতে কি এটা বলা যেতে পারে কে বেশি কঠোর পরিশ্রম করছে? পুরুষ নাকি নারী? আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে আপাতদৃষ্টিতে বলা যেতে পারে পুরুষরা এগিয়ে। কিন্তু নৃতাত্ত্বিক গবেষণা প্রকাশ করেছে নারীরা পুরুষদের তুলনায় বেশি পরিশ্রম করে। সমকালীন বায়োলজি সাময়িকীর ফলাফল জানায় দ্বৈত এবং পিতৃস্থানীয়তার অধীনে পুরুষরা মহিলাদের তুলনায় অনেক কম পরিশ্রম করে।
চিন-তিব্বত সীমান্তে একটি কৃষিকাজ ও পশুপালন গোষ্ঠীর ওপর সমীক্ষা করা হয়েছিল। এর থেকে আমরা জানতে পারি মহিলারা গড়ে প্রতিদিন ১২০০০ কদম হাঁটেন এবং পুরুষরা সেখানে ৯০০০ কদম হাঁটেন। সুতরাং, পুরুষরাও কঠোর পরিশ্রম করছেন কিন্তু মহিলাদের থেকে কম। কারণ তারা হয় কোনো সামাজিক কর্মকাণ্ডে বা অবসপ্রাপ্ত অবস্থায় বা বিশ্রামেই বেশি সময় কাটিয়েছেন।
একজন নারী বিয়ের সময় তার নিজের বাড়ি থেকে দূরে চলে যান। এর ফলে তিনি শুধুমাত্র তাঁর বাড়ি ছেড়ে আসেন এমন না। তাঁর ওপর কাজের চাপও আরও বেশি পড়ে। যদি নারী ও পুরুষ উভয়েই নিজেদের বাড়ি থেকে দূরে কোথাও থাকে তাহলেও নারীরা বেশি পরিশ্রম করে। একজন নারী শুধু বাইরেই কাজ করেনা। সন্তানকে সুশিক্ষা দিয়ে বড় করে তোলা থেকে শুরু করে তার যত্ন নেওয়া সব দায়িত্বই থাকে একজন নারীর ওপর। বাড়ির সবার যত্ন নেওয়া এবং তাদের খেয়াল রাখা সবকিছুই পালন করতে হয় একজন নারীকে।
প্রচ্ছদ চিত্র ঋণ – https://askthescientists.com/
Discussion about this post