অনন্য নজির হাওড়ায়। পুলিশের মানবিক রূপে আপ্লুত কিশোরী। এক অনন্য নজির সৃষ্টি করল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর শৌভিক চক্রবর্তী। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গত শনিবার সকাল ১১.২০ নাগাদ ইন্সপেক্টর শৌভিক চক্রবর্তী স্ট্র্যান্ড রোডে রাজা কাটরার কাছে টহল দিচ্ছিলেন। তখনই তার নজর পড়ে ক্রন্দনরতা স্কুল ইউনিফর্ম পরা এক কিশোরীর দিকে, যে সাহায্য চাইছে সকলের কাছ থেকে।
তাকে জিজ্ঞাসাবাদ করলে শৌভিক বাবু জানতে পারেন, এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ওই কিশোরী। তার সিট পড়েছে শ্যামবাজারের আদর্শ শিক্ষা নিকেতনে। নেতাজি সুভাষ রোডের বাসিন্দা ওই কিশোরী পরীক্ষা দিতে যাচ্ছে একাই, কারণ তার পরিবারের সকলে তার দাদুর শেষ কৃত্য সারতে গেছেন। সময়মত বেরতে না পারায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো অসম্ভব।
পুরো বিষয়টি শুনে আর এক মিনিটও সময় ব্যয় না করে ওই কিশোরীকে গাড়িতে তুলে নেন শৌভিক বাবু। ট্রাফিক কন্ট্রোল রুমে খবর দিয়ে তৈরি করান গ্রিন করিডোর। ঝড়ের গতিতে গ্রিন করিডোর দিয়ে পরীক্ষাকেন্দ্রে গাড়িটি পৌঁছায় কাঁটায় কাঁটায় সাড়ে এগারোটায়। সব শেষে ওই কিশোরীকে পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নেন শৌভিক বাবু। ঘটনায় অভিভূত ও কৃতজ্ঞ ওই কিশোরী।
তথ্য এবং চিত্র ঋণ – শ্যামল সাঁতরা
Discussion about this post