লকডাউনের মধ্যেই খেটে খাওয়া ‘দিন আনি, দিন খাই’ মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপ। ফেসবুকের ‘মধ্যমগ্রাম আমার তোমার’ নামের এই গ্রুপটি অনেকেই চেনেন। এই কঠিন সময়েও তাদের ‘কথায় নয় কাজে আছি’ শ্লোগানকে সামনে রেখে সেই সকল মধ্যমগ্রামবাসীর পাশে দাঁড়াতে বেরিয়ে পড়েছিল রাস্তায়। মধ্যমগ্রামের দুঃস্থ, না খেতে পাওয়া মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দিতে এগিয়ে এসেছে তারা। প্রতি পরিবার পিছু ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ২ কেজি আলু, ২০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম পেঁয়াজ, একটা মেরি বিস্কুট এর প্যাকেট, একটা সোয়াবিনের প্যাকেট, এক প্যাকেট নুন, এল প্যাকেট মুড়ি ও ৪টে ডিম দিয়ে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।
গ্রুপটির সদস্যদের বক্তব্য, “এটা আসলে কোন সাহায্য নয়। ‘মধ্যমগ্রাম আমার তোমার’ ফেসবুক গ্রুপের সদস্যরা শুধুই তাদের সামাজিক দায়িত্ব পালন করছে। এই কঠিন সময়ে পরিস্থিতির চাপে হয়ত বহু মানুষকে হাত পেতে সাহায্য নিতে হচ্ছে। তাই আমরা তাদের সম্মানের কথা ভেবে ছবিতে সেই সব মানুষদের মুখ দেখিয়ে তাদেরকে বিব্রত বা লজ্জায় ফেলতে চাইনা। তাই তাদের মুখ অস্পষ্ট করে দেওয়া হয়েছে।” এছাড়াও গ্রুপের প্রত্যেক সদস্য, বিশেষ করে যারা এই কাজের জন্য তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন তাদের সকলকেই গ্রুপের তরফ থেকে ধন্যবাদও দেওয়া হয়েছে।
Discussion about this post