২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে এই দিনকে শহিদ দিবসের মতও পালন করা হয়। কারণ, এই দিন শুধু ভাষার অধিকারের জন্য প্রাণ দিয়েছিলেন বহু মানুষ। এই ইতিহাস মানুষের অজানা নয়। ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষি মানুষের জন্য তো বটেই, সমগ্র ভারত বা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর এই দেশে অন্যান্য ভাষার মানুষ, বিদেশি ভাষার মানুষ, যিনি এই দেশের ভাষা বা সংস্কৃতিকে আপন করেছেন, আত্মীকরণ করেছেন, তাঁর কাছেও সম্মানের দিন। কিন্তু, এই দিনেই দেশ ছেড়ে যেতে বাধ্য হলেন ফরাসি সাংবাদিক ভেনেসা দুনাক।
“পূবের ঐ উদ্বোধনে পশ্চিমেরও বোধন হোক/ একুশে ফেব্রুয়ারী আমার আলো, আমার চোখ”- এই ‘আমি’ তো আসলে পুব-পশ্চিমের বিভিন্নতারই মিলনের প্রতীক! যে মিলনটি ঘটেছিল ভেনেসা দুনাকের জীবনেও। ২৫ বছর আগে তিনি ভারতে এসেছিলেন পড়াশোনার সুত্রে। তারপর থেকে গেছেন এদেশেই। ফ্রান্স, সুইডেন, বেলজিয়ামের বিভিন্ন পত্রিকায় দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ছিলেন তিনি। তাঁর বিয়ে, সন্তানের জন্ম, কাজের জায়গা বিগত ২৩ বছর ধরে এই ভারতেই। এক কথায় তিনি ভারতের ভাষা, সংস্কৃতির সঙ্গে মিলেমিশে গিয়েছিলেন। সম্প্রতি তাঁর প্রতিবেদনগুলিকে ‘ভারতবিদ্বেষী’ আখ্যা দিয়ে কেন্দ্র থেকে তাঁকে চিঠি পাঠানো হয়েছিল। যার ফলে দীর্ঘ ২৩ বছর পর তাঁকে ফিরে যেতে হল ফ্রান্সে।
ভারতে বিদেশি ভাষার সাংবাদিকতার ইতিহাসে ভেনেসাই ভারতের দীর্ঘতম বিদেশি ভাষার সংবাদদাতা। বিবাহসূত্রে ওভারসিজ় সিটিজ়েন অব ইন্ডিয়ার কার্ডের অধিকারী ভেনেসা তাঁর সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘‘গত মাসে আমাকে নোটিস দিয়ে বলা হয়, আমি এবং আমার প্রতিবেদনগুলি ‘বিদ্বেষপূর্ণ’, ‘ভারতের একতা এবং সার্বভৌমত্বের’ জন্য ক্ষতিকর।’’ পরিণামবশত তাঁকে শেষপর্যন্ত দেশ ছেড়ে যেতেই হল। তিনি জানিয়েছেন যে, তাঁর ভারত ছেড়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তাঁকে কেন্দ্রীয় সরকারের চাপেই চলে যেতে হল।
চিত্রঋণঃ OpIndia.com
Discussion about this post