অনেকেরই কলেজ জীবনের নস্টালজিয়া ‘ক্রসউইন্ডস’। একের পর এক বাংলা রকের স্রোত তখন জনপ্রিয়তার সমুদ্র হয়ে আছড়ে পড়ছে বাংলার বুকে। সেই সময় থেকেই লোকগানকে অদ্ভুত পাশ্চাত্যায়নের মোড়কে মুড়ে মাথা উঁচু করে যেন ভালো লাগার দ্বীপের মতোই দাঁড়িয়ে ক্রসউইন্ডস। সেই ক্রসউইন্ডস পেল গ্রাসরুট গ্র্যামি। সঙ্গীত গান-বাজনার জগতে এটাকে অন্যতম আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়। ‘ফিরে দেখা’ অ্যালবামটি বেস্ট এশিয়ান অ্যালবাম ক্যাটিগরিতে ছিনিয়ে নিল শিরোপা। অন্যদিকে ‘ইন্টারন্যাশনাল গ্রুপ অফ দ্য ইয়ার’ বিভাগেও ক্রসউইন্ডস জিতল গ্রাসরুট গ্র্যামি।
ছোটবেলা থেকেই ক্রসউইন্ডস আমার নস্টালজিয়ায়। শুধু ব্যন্ড নয়, ক্রসউইন্ডস আসলে একটা লাইফস্টাইল। প্রচুর স্মৃতি আমার টুকিদা-চন্দ্রাণীদিদের সঙ্গে রয়েছে। আজ সব মনে পড়ছ, কলকাতায় থেকেই কাজ করে গেছে বরাবর ক্রসউইন্ডস। কিন্তু শুধু কলকাতার মানুষদের জন্য কাজ করে যায়নি। এ শহরে থেকেই হয়ে উঠতে চেয়েছে আন্তর্জাতিক। কলকাতায় এই পুরস্কার সম্ভবত প্রথম। খবরটা পেয়েই আমার মনে পড়ল, সত্যজিৎ রায়ের শেষ মুহূর্তে শুয়ে লাইফটাইম অ্যাচিভমেন্ট নেওয়ার ছবিটা। কারণ গ্রামিও এক ধরণের অস্কার, মিউজিকের অস্কার। আর এই পুরস্কার প্রায় সেই পর্যায়ের। জেপিএফ গ্রাসরুটস গ্রামি, মানে লোকগীতির একটা ধারা। টুকিদা আর চন্দ্রাণীদিকে ছোটবেলা থেকে নানা গান বাজনায় দেখেছি। কলকাতায়, ব্যাঙ্গালোর, বাইরেও।
আমার ছেলেবেলার উত্তেজনা মনে পড়ছে। আমিও তখন গিটারিস্ট হতে চাইতাম। সামনে টুকিদা দাঁড়িয়ে গিটার হাতে, প্রসেসরে বেঁধেছে এক অসাধারণ গিটার প্যাঁচ, অসাধারণ সোলো। চন্দ্রাণীদি ধরেছে কিছু ইংরেজি গান, হয়তো বব মার্লে ট্রিবিউট নাইট, হয়তো বা ঈগলস কিংবা সেই বিখ্যাত ‘ঝিকো ঝিকো’ বা সেই ‘ধোঁয়া’ গানটা। “অনেকে বলছে জানিস, ‘টুকিদা কিন্তু সেই মহীনের ঘোড়াগুলির টাইম থেকে বাজিয়ে আসছে।” তখন বাংলা ব্যন্ড সিন রমরম করছে কলকাতায়। আমরা কলেজে পড়ি। বছর দশ আগের কথা। ক্যাসেট কিনছি, তারপর সিডি, তারপর বিগ বেন পাবে শো দেখছি ক্রসউইন্ডসের নিউ কেনিলওয়ার্থে। সামপ্লেস এলসেও অনেকবার ওদের শো দেখেছি। বরাবর বিনয়ী ভদ্র ব্যবহার, বন্ধুত্ব, জ্ঞান ও বিদ্যার একটা ভান্ডার আর একটা স্টাইল যা সবাইকে বার বার আকর্ষণ করে। সেখানেই ক্রসউইন্ডসের সার্থকতা। তাই কোথাও এ পুরস্কার আমারও জিতে যাওয়া। আমার শুভেচ্ছা তোমাদের, ক্রসউইন্ডস।
কলমে সম্রাট দে, সম্পাদনায় দেবর্ষি বন্দ্যোপাধ্যায়
Discussion about this post