কলকাতার পূর্ব পুটিয়ারির মেয়ে সায়ন্তনী ঘোষ। ২০২১-এ গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরেই শুরু হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্সির প্রস্তুতি। প্রস্তুতিতে বাধ সাধে এক বিরল থেকে বিরলতম রোগ। সায়ন্তনীর বিরলতম রোগের পিছনের কারন, ভুল চিকিৎসা। বছর দশেক আগে সায়ন্তনীর স্কোলিওসিস সার্জারি হয়। তখন তাঁর মাত্র ১৩ বছর বয়স। এই সার্জারির পরেও রোগ পুরোপুরি নিরাময় হয় এমনটা নয়, খানিক স্বস্তি মেলে। এরপরে বহু ডাক্তারের পরামর্শ নিলেও লাভ বিশেষ কিছু হয়নি। ২০২২-এর মাঝামাঝি সময়ে আবার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তার শরীরে একসঙ্গে তিন তিনটে ‘ইএসআই'( এপিডুরাল কর্টিকোয়স্টেরয়েড ইনজেকশন) দেওয়া হয়। তাতে তার শিরদাঁড়ার যন্ত্রণা কমার জায়গায় আরও বাড়তে থাকে। চিকিৎসাক্ষেত্রে ইএসআই-এর অতিরিক্ত প্রয়োগ বা ভুল প্রয়োগের ফলে এই বিরলতম রোগটি হয় বলে জানা গিয়েছে।
সায়ন্তনী একটানা ১০ মিনিটও বসে থাকতে পারেনা, খেতে হয় কড়া পেইনকিলার। দুর্ভাগ্যবশতঃ এই রোগ সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকবে এবং অকালমৃত্যুও ঘটতে পারে। কোনো ডাক্তার আসল রোগ ধরতে না পারায় আমেরিকায় একজন ডাক্তারের সঙ্গে সায়ন্তনী ও তার পরিবার যোগাযোগ করে। সমস্ত রিপোর্ট দেখে তিনি জানান- এই রোগটির নাম Adhesive Arachnoidities. সারা বিশ্বে এককোটি মানুষের মধ্যে একজন এই রোগের শিকার হয়। ডাক্তার জানান যে যদি শিরদাঁড়ায় গুলি লাগার পরে কেউ বেঁচে যায় সে শিরদাঁড়ায় যে পরিমাণ যন্ত্রণা অনুভব করে, সায়ন্তনীর যন্ত্রণা সেই একইরকম তীব্র। এই রোগের চিকিৎসা পদ্ধতির কথাও ডাক্তার জানান, তবে তার পুরোটাই হবে আমেরিকায়। তার জন্য প্রয়োজন প্রায় ৩২ লক্ষ টাকা।
সাধারন মধ্যবিত্ত পরিবারের কাছে এই পরিমান টাকা জোগাড় করাটা মোটেই সহজ নয়। তবু বছর তেইশের সায়ন্তনী হাল ছাড়েনি। সে তার চিকিৎসার জন্য অনলাইন ফান্ডরাইজার ‘Ketto’-তে আবেদন করে। এই বিরলতম রোগের সত্যতার প্রমাণ দিতে তাকে সাইবার হেনস্থার শিকার পর্যন্ত হতে হয়। তবু সায়ন্তনী দমে যায়নি। সমস্ত শারীরিক সমস্যাকে অগ্রাহ্য করে নিজের লড়াই লড়েছে,এখনও লড়ে চলেছে। ‘Ketto’ লিঙ্কের মাধ্যমে একমাসে খুব অল্প পরিমান টাকাই উঠেছে। রোগ নিরাময়ের ক্ষীন আশা একটা থাকলেও, বাধা হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসার অর্থ। যতো সময় যাবে রোগটা নাকি আরও জাঁকিয়ে বসবে। একটু সাহয্য পেলেই হয়তো এই লড়াকু মেয়েটা নতুন করে লড়াই করতে, স্বপ্ন দেখতে সাহস পাবে। এমন একজন যোদ্ধাকে চোখের সামনে আমরা কি হেরে যেতে দিতে পারি? সায়ন্তনীকে সাহায্য করার জন্য কেটো লিঙ্ক এবং ইউপিআই আইডি নিচে দেওয়া হল।
sayantanighoshaugust@oksbi
Discussion about this post