উৎসবের আমেজে বহুদিনের পাকা জায়গা বই উৎসবের। আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে ছড়িয়ে ছিল নানান গল্পের ডালি। তবে শুধু বইয়ের গল্পই নয়, বাস্তবের গল্পেও ভরে উঠেছিল বইমেলা প্রাঙ্গণ। কোনো গল্প ইচ্ছের কোনটা বা সাহসের আবার কোনো গল্প আত্মবিশ্বাসের। এমনিই এক গল্প ধরা পড়েছে মেলার মাঠে। চারিদিকে বিভিন্ন বইয়ের স্টলগুলোকে ছাড়িয়ে দেখা মিলেছে এক নিজস্ব স্টলের। সে স্টলে কাউকে যেতে হয়নি। বরং স্টল এসে হাজির হয়েছে পাঠকের সামনে। একটা ব্যাগ এবং কয়েকটা কাগজ ফেরি করছিলেন একজন ভদ্রমহিলা। তার নাম রুনু মল্লিক। ব্যাগ ভর্তি গল্পের সম্ভার। আর কাগজগুলো? সেগুলো আসলে তারই হাতে লেখা কবিতার জেরক্স কপি। যার মূল্য মাত্র পাঁচ টাকা।
বাঙালির কাব্য করা স্বভাব চিরকালের। তবে এ কাব্য সাহায্য সাহসিকতার। নিজের লেখা নিজেই ফেরি করেছেন তিনি। আর লেখাগুলোও একেবারে সাম্প্রতিক বিষয়ভিত্তিক। প্রথম পাতায় তার কবিতার বিষয় ছিল করোনার প্রকোপ। পাতা উল্টে এগিয়ে গিয়ে শেষের লেখায় পৌঁছে গেলে দেখা মিলবে তার জীবনীর। যা রয়েছে শেষের ছবির এক ছোটো গল্পের মধ্যে।
আরও পড়ুন পিএফ ভেঙে বই প্রকাশ, স্টল ছাড়াই বইমেলাতে হাজির হৃদরোগী ‘একক উত্তম’!
শুধু নিজের লেখা নিয়েই তিনি থেমে নেই। ঝুলিতে ছিল আরও অন্যান্য লেখকের বই। তার এই আত্মবিশ্বাস মেলার মাঝে এক অনুপ্রেরণার উৎস হয়ে থেকে গেছে। তার এই কর্মকান্ড থেকে খুব সহজে একটা বার্তা পাওয়া যায়, যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস রাখতে হবে। পদলেহনের যুগে এইরকম উদ্যমতাকে কুর্নিশ।
Discussion about this post