ঘৃণার চেয়ে ভালোবাসার শক্তি সহস্র গুণ বেশি। না, এটা কোনো দার্শনিক মতামত নয়। বাস্তবেই তাই। ২০১১ সালের ১৫ জুন।কানাডার মাটিতে তখন চলছে জাতীয় হকি লিগের ফাইনাল খেলা। বোস্টন ব্রুইন্স দল আর বিপক্ষে ভ্যাঙ্কুভার ক্যানাক্স। দীর্ঘ ৩৯ বছরের কাপের খরা কাটিয়ে অবশেষে অবলেষে জয় লাভ করল বোস্টন ব্রুইন্স। কিন্তু স্ট্যানলি কাপের এই ফাইনালের ফলাফলকে ঘিরে দাঙ্গা বাঁধলো ভয়ঙ্কর। ক্রীড়া জগৎ যেমন সহজে ভাগ করে নিতে পারে ভালোবাসা, হিংসার আগুনও কেড়েও নিতে পারে প্রাণ। এই ঘটনা সেটিকে প্রমাণ করলো আবার। দাঙ্গা থামাতে রাস্তায় নামলো পুলিশবাহিনী। রাস্তায় জ্বলছে আগুন। মানুষও পুড়ছে সেই আগুনে। শহর জুড়ে এই দাঙ্গাতেও প্রেমের বীজ রোপণ করলেন এক প্রেমিক যুগল। হিংসার চাইতে ভালোবাসার স্বাদ যে অনেকগুণ বেশি! প্রমাণ করলেন তাঁরা।
স্কাইট্রেন স্টেশনের কাছাকাছি এক রাস্তায় দৌড়তে গিয়ে হঠাৎই হোঁচট খেয়ে পড়ে যান এক তরুণী আলেকজান্দ্রা থমাস। তার চারিদিকে তখন দাঙ্গাকারী আর পুলিশের দল। আলেকজান্দ্রার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে তার প্রেমিক স্কট জোন্স। ছুটে এলেন প্রেমিকার কাছে, তাকে উদ্ধারে। চারপাশে তখনও মানুষের চিৎকার, ছুটোছুটি। ঊর্ধ্বমুখী হয়ে তেড়ে আসছে বন্দুকের নলও। স্কট সে সবকে নাকচ করে হাত বাড়ালেন প্রেমিকার উদ্দেশ্যে। তবে তাকে টেনে তুললেন না। জড়িয়ে ধরলেন প্রেমিকাকে। রাস্তায় তখন তাঁরা শুয়ে। যত জোরালো হচ্ছে চারপাশের আর্তনাদ, ততই মজবুত হচ্ছে তাদের আলিঙ্গন। ব্যাটন উঁচিয়ে দৌড়ে এলো পুলিশ দল। কিন্তু থেমে গেল এই যুগলের কাছে। ভালোবাসা জিতল এখানেই। এগোতে পারল না দাঙ্গাকারীরাও। হয়তো তাদের উপরে হামলা করতে কোথাও না কোথাও বিঁধেছে তাদের মনে। হয়তো তারাও জানে, হিংসাই অপবিত্র। আর ভালোবাসা বিশুদ্ধ আর সরল! প্রেমিকার হাত জড়িয়ে ধরল প্রেমিকের গলা। পুলিশের লাঠির চেয়েও মজবুতভাবে। আর তারপরই ,চুম্বন! যা অবাক করল বাকি বিশ্বকে।
প্রমাণিত হল কবিদের সমস্ত প্রেমের কবিতা। সেই মুহূর্তও ক্যামেরায় বন্দি করলেন ফটোগ্রাফার রিচার্ড ল্যাম। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেই ছবিতে। যুদ্ধের মাঝে, দাঙ্গার মাঝে চুমু! অক্সিটোসিন, ডোপামিন ,সেরোটোনিনের কি অদ্ভুত খেলা! যা থামিয়ে দিয়েছিল পুলিশের ব্যাটনকেও। এখন ভালোই আছে সেই যুগল। অস্ট্রেলিয়ায় সুখে আছে তারা। তাই ঘৃণা নয়, হিংসা নয়, পারলে ভালোবাসা ছড়ান। প্রেম করুন। ভালো থাকবেন আপনিও, ভালো থাকবে আপনার পারিপার্শ্বিক দুনিয়াও।
Discussion about this post