সাংবাদিকতা, সাহিত্য, সঙ্গীত— বেশ কয়েকটি ক্ষেত্রের জন্য পৃথিবীর অন্যতম সম্মানীয় পুরস্কার হল পুলিৎজার। সাংবাদিকতায় নোবেল হিসেবে খ্যাত এই পুরস্কারের জোরেই সাংবাদিকতার জগতে ভারত পেল আবার শ্রেষ্ঠত্বের শিরোপা। চলতি বছরের পুলিৎজার পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে ৯ মে অর্থাৎ সোমবার। দেশবাসীকে গর্বিত করে এই প্রাপকদের তালিকায় নিজেদের নাম তুলেছেন চার জন ভারতীয় চিত্র সাংবাদিক ফিচার ফটোগ্রাফি বিভাগে।
ফিচার ফটোগ্রাফির জন্য ঢালাও খেতাব কুড়িয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সংস্থারই সদস্য কাশ্মীরি মহিলা সাংবাদিক সানা ইরশাদ মাত্তু, কোভিড কালে ভারতে হাহাকারের দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে তাকে। অধিকাংশ সময়ই তাঁর লেন্সবন্দি হয়েছে ভূস্বর্গের ভয়াবহতা। সেইসব সাহসিকতার নজির বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনায় প্রকাশিত ও হয়েছে অনেক সময়। এবারে তার ফিচার ফটোগ্রাফি ২০২২ বিভাগে করোনার দ্বিতীয় ঢেউয়ের কাতরস্পর্শী ছবি বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছে। তিনি একাই নন, আরও তিনজন ভারতীয় সাংবাদিক এই মর্যাদাপূর্ন পুরস্কারের প্রাপকগণ হিসেবে মনোনীত হয়েছেন। তারা হলেন আদনান আবিদি, অমিত দাভে এবং রয়টার্সের নিহত প্রধান চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। প্রত্যেকেই দেশের কোভিড মহামারি ও মহামারির ক্ষয়ক্ষতির ছবি তোলার জন্য এই পুরস্কার পাচ্ছেন।
বিচারকদের কথায় ভারসাম্যপূর্ণ, অন্তরঙ্গতা ও ধ্বংসাত্মক – এই তিনটি কারণে তাদের ছবিগুলি দর্শকদের মনে একটি বিশেষ অনুভূতি তৈরি করেছিল, এমনটাই জানিয়েছে পুলিৎজার কমিটি। এছাড়াও ইউক্রেনের সাংবাদিকদেরও আলাদা করে সম্মান জানানো এবং পুরস্কৃত করা হয়েছে এবারের পুলিৎজারের মঞ্চে।
Discussion about this post