“আমি ভয় করবো না, ভয় করবো হয়!” মাথা উঁচু করে প্রতিবাদ করতে পারার নামই সাহস থুড়ি দুঃসাহস। এই দুঃসাহসেরই চরম প্রমাণ দিলেন ইরানিয়ান অভিনেত্রী তারানে আলিদুস্তি।
সমাজের বিরুদ্ধে গিয়ে নিজের মতাদৰ্শের কথা উঁচু গলায় বলা কঠিন কাজ! কিন্তু অভিনেত্রী তারানে তাঁর সাহসিকতার প্রমাণ আগেই দিয়েছিলেন। ডিসেম্বরের ১৭ তারিখ নেট দুনিয়া তিনি প্রশংসিত হন তাঁর নির্ভীক পদক্ষেপের জন্য! তবে বলা বাহুল্য যে তারানে শুধুই নির্ভীক তা নয় তার সাথে তিনি একজন অসাধারণ প্রতিভা। তিনি অস্কার প্রাপ্ত ইরানিয়ান সিনেমা ‘দ্য সেলসম্যান’ এর অন্যতম পরিচিত মুখ। অভিনেত্রীর সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ব্যাস আর কী! তারপরেই ইরান সরকার থেকে তাঁকে সরকারের বিরোধীতা করার জন্য ১৮ দিনের জন্য তেহরানে পুলিশি হেফাজতে পাঠানো হয়। দীর্ঘ প্রায় ১৮ দিন পরে বুধবার জেল থেকে বেরিয়েও তিনি একটুও দমেন নি। উল্টে হিজাব না পরে জেল থেকে বেরনোর জন্য তাঁকে আরও কটূক্তি শুনতে হয়। কিন্তু অভিনেত্রীর মতে কোনও ভ্রান্ত জিনিসের সাথেই তিনি আপোষ করতে নারাজ।
ইরানে মেয়েদের পোশাক কেমন নির্ধারিত অনেকেই আমরা জানি! সেখানে দাঁড়িয়ে একটি মেয়ের সরকার এবং হিজাবের বিরুদ্ধে আওয়াজ তোলাটা সত্যিই বড় দুঃসাহস। কিন্তু সমাজে যখনই বড় বিপ্লব আনার কথা উঠেছে তখনই একজনকে এগিয়ে এসে এমন সাহস দেখাতেই হয়েছে। তবে তিনি একেবারেই একা এটা কিন্তু নয়। তাঁর পাশে রয়েছে তাঁর বন্ধু, পরিবার সহ গোটা ইরান। অনেক হলিউডের অভিনেতারাও তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে তাঁকে সমর্থন করেছেন!
Discussion about this post