আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে বিলুপ্ত হবে যে প্রাণীটি, তাকেই খেলনা বানিয়ে উদযাপিত হচ্ছে ভালবাসা দিবস। আজ টেডি ডে। অর্থাৎ কাছের মানুষটিকে মিষ্টি খেলনা টেডি বিয়ার উপহার দিয়ে করা হবে ভালোবাসার প্রকাশ। সাধারণত এই খেলনা টেডি কালো বা বাদামী বর্ণের হলেও, ভালুকের বিভিন্ন প্রজাতি তো পৃথিবীর বুকে বর্তমান। তাদের মধ্যে সাদা মেরু ভালুকও রয়েছে। বিজ্ঞানীরা বলছেন আগামী কয়েকবছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে মেরু ভালুক। কারণ? বিশ্ব উষ্ণায়ন।
বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু প্রদেশে বরফ গলে যাচ্ছে। হিমবাহগুলি খসে পড়ছে। বরফ গলা জল বাড়ছে, ফলে প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে নদী এবং সমুদ্রের জলস্তর। ক্রমশ বদলে যাচ্ছে জলের তাপমাত্রা। বিজ্ঞানীরা মনে করেন, ২১০০ সালের মধ্যে পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা ১.৮° থেকে ৬.৩° সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে। ফলে বৃদ্ধি পাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। উপকূলী ও বদ্বীপ এলাকাতে ব্যাপক বন্যা হবে। হারিকেন, ঘূর্ণিঝড়, খরা দেখা দেবে ঘনঘন। বিশ্ব উষ্ণায়নের কারণে বিষুবরেখার উত্তর ও দক্ষিণে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে। সেসব প্রতিরোধের সময় হয়ত সামান্য হলেও কিছুটা আছে মানুষের হাতেই। কিন্তু মেরু ভালুকের মত প্রাণীর ভবিষ্যৎ এখনই বিলুপ্তির মুখে।
ভালুকের প্রজাতির মধ্যে সব চেয়ে বড় ও বৃহত্তম স্থলবাসী মাংসাশী প্রাণী মেরু ভালুক। ১৯৬০ সালে আলাস্কায় শিকার করা একটি মেরু ভালুকের ওজন ছিল ২২০৯ পাউন্ড। একটি পূর্ণ বয়স্ক মেরু ভালুকের ওজন হয় ৩০০ থেকে ৭০০ কেজি। এদের সাদা লোমের নিচে থাকা চামড়াটি কালো ও চর্বিযুক্ত। সুমেরুর ঠান্ডায় সৌররশ্মি শোষণ ও দেহ গরম রাখতে এই চামড়াই এদের সাহায্য করে। জলবায়ুর সামগ্রিক পরিবর্তন মেরু অঞ্চলে পরিবেশের ক্ষতি করছে, সঙ্গে ক্ষতি করছে মেরু ভালুকদের। তাদের পর্যাপ্ত খাবার মিলছে না। মেরু ভালুকের মৃত্যুর হার বেড়েছে বিগত কয়েকবছরে।
সত্যজিৎ রায়ের গল্পে বঙ্কুবাবুকে মেরু প্রদেশের দৃশ্য দেখিয়েছিল ক্রেনিয়াস গ্রহের এলিয়েন অ্যাং। বঙ্কুবাবু দেখেছিলেন, ‘মাঝে মাঝে মাথা উঁচিয়ে আছে পাহাড়ের মতো এক-একটা বরফের চাই। উপরে গাঢ় নীল আকাশে রামধনুর রঙে রঙিন বিচিত্র নকশা সব ক্ষণে ক্ষণে রূপ পালটাচ্ছে–অরোরা বোরিয়ালিস। ওটা কী? ইগলু! ওই পোলার বেয়ারের সারি। ওই পেঙ্গুইনের দল’। এই দৃশ্য তো ক্রমশ হারিয়ে যাচ্ছে। একশ বছর পরে হয়ত নীল আকাশের নিচে দেখা যাবে না বরফ বা মেরু ভালুককে। মানুষ খুশি থাকবে খেলনা বানিয়ে ভালোবাসার উদযাপন করেই।
Discussion about this post