‘মিম’ এই মুহূর্তে নেট দুনিয়ায় একটি জনপ্রিয় বিষয়। কখনও তা রসিকতার অস্ত্র তো কখনও প্রতিবাদের হাতিয়ার। ‘মিম’কে কাজে লাগিয়ে ফায়দা তুলতে ছাড়ে না রাজনৈতিক দলগুলিও। এহেন মিমই অপব্যবহারের ফলে হয়ে উঠতেই পারে অমানবিক যন্ত্রণা। বৃহস্পতিবার ঠিক তেমনটাই ঘটেছে বলে মনে করছেন নেট নাগরিকরা। একটি ফেসবুক গ্রুপে হঠাৎ লক্ষ্য করা যায় আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে একটি মিম।
ইতিমধ্যেই জানা গিয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’ ধেয়ে আসছে। এই ঘূর্ণিঝড়ের ইংরেজি বানান ‘Mocha’ হওয়ায় সেটিকে বাংলায় মোচা বলে উল্লেখ করা হয়েছে মিমটিতে। পোস্টে লেখা, “খবরে শুনছি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় “মোচা” তাহলে কি বাড়িতে ছোলা ভিজিয়ে রাখবো মোচার ঘণ্ট করে খাবো…।” ইতিমধ্যেই বাংলার বুক ক্ষতবিক্ষত করা বিগত ঘূর্ণিঝড়ের আঘাত অনেকেই কাটিয়ে উঠতে পারেননি। পাকা ছাদের তলায় ‘প্রিভিলেজড’ মানুষজনের কাছে এসব প্রাকৃতিক দুর্যোগ রোমান্টিকতা হলেও প্রান্তিক মানুষের কাছে একরকম অভিশাপই বটে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে এরকম মিমের কথা মাথায় আসে ওই যুবকের তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বেশ কিছু মানুষ এই ধরণের নোংরামির বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন।
ডেইলি নিউজ রিলের তরফে সেই পোস্ট দাতা অভিজিৎ কোলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া দেননি তিনি। বলা বাহুল্য অতীতের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেও এরকম অসংবেদনশীল পোস্টে ভরে গিয়েছিল ফেসবুক। তবে সেবারেও প্রতিবাদে সরব হয়েছিলেন নেটিজেনরা। এবারেও একই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তবে এই নিয়ে হেলদোল নেই পোস্টদাতার। কেউ সরাসরি পোস্টের কমেন্টে প্রতিবাদ জানালে তিনি ঔদ্ধত্ব দেখিয়ে লিখছেন, “পোস্ট দেখে যদি খারাপ লেগে থাকে আসতে পারো।”
Discussion about this post