কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, “সে-যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা আছিল দাসী।” নারী যে কেবল দাসী হতেই জন্মায়না তা ফের প্রমাণ করল ভারতীয় সেনা। ক্রমাগত নারী শক্তির উপর জোর দিয়ে সেনাবাহিনীকে আরও পোক্ত করে তুলছে ভারতীয় সেনা। এদিন ভারতীয় নৌসেনার বিশেষ দায়িত্বে যোগ দেন দুই মহিলা অফিসার সাব-লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী ও সাব-লেফটেন্যান্ট রীতি সিং। নৌসেনার এয়ারবোর্ন ট্যাক্টিসিয়ান হিসাবে তাঁরা বিশেষ দায়িত্বে থাকছেন যুদ্ধজাহাজে।
এই প্রথমবার, জল-যুদ্ধে কোনোও মহিলাকে পা রাখতে দেখবেন দেশবাসী। ক্রিকেট, ফুটবল, রাজনীতি, সাঁতার থেকে শুরু করে এবার যুদ্ধজাহাজেও সামিল হতে চলেছে নারী শক্তি। এর আগে নৌ-সেনায় ভারতীয় মহিলা পোস্টেড থাকলেও, তাঁদের কাজের মেয়াদ খুব একটা বেশি সময়ের জন্য ছিল না।
বিশ্বের তাবড় যুদ্ধ-হেলিকপ্টারের তালিকায় সবচেয়ে ওপরের সারিতে রয়েছে ভারতীয় সেনার এমএইচ হেলিকপ্টারগুলি।এবার যুদ্ধ-জাহাজ থেকে সেই হেলিকপ্টারই ওড়াবেন দুই সাব লেফ্টন্যান্ট অফিসার রীতি সিং ও কুমুদিনী ত্যাগী।
Discussion about this post