লিঙ্গ বৈষম্যের কথাই শুধু তুলে ধরা নয়। বরং লিঙ্গ বৈষম্য ঘুচে যাওয়া যে সমাজের স্বপ্ন অনেকেই দেখেন। সেই ভাবনাকেই নারী দিবস উদযাপনের মাধ্যমের স্বীকৃতি জানাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর শাখা। ৯ মার্চ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা। সেখানে বিভিন্ন ক্ষেত্রে সমাজের বুকে অবদান রাখা নারী পুরুষদের সংবর্ধনা দিল ডাক্তারদের এই সংগঠন।
এদিনের এই অনুষ্ঠানের সামিল হলেন ‘শ্রীরামপুর বেতার বাণী’ পরিবারের সদস্যরাও। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর শাখার সভাপতি ডাঃ প্রদীপ কুমার দাস জানান, মোট ৭০ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। অন্যদিকে সাংস্কৃতিক অনুস্থানে গান, কবিতা, নাচ ছুঁয়ে যায় অনুষ্ঠানে হাজির দর্শকদের মন।
প্রসঙ্গত উল্লেখ্য শ্রীরামপুর অঞ্চলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই বরেণ্য বার্ধক্য পরিষেবা এবং শিশুদের অনাক্রম্যতা টিকা নাম মাত্র মূল্যে দিয়ে চলেছে। ফলে ইতিমধ্যেই এই সংগঠন হয়ে উঠেছে এলাকাবাসীর নয়নের মণি। নারী দিবসের অনুষ্ঠানে ফের তাঁরা ভাবনায় নিজস্বতার স্বাক্ষর রাখলেন।
Discussion about this post