রক্ত! মানব জীবনের একটি অপরিহার্য উপাদান। তবে এই রক্তের কোনও বিকল্প হয় না। চিকিৎসা বিজ্ঞানে রক্তের কোনও বিকল্প এখনও অবধি আবিষ্কার করা যায়নি। কোনও গবেষণাগার বা কারখানাতেও তৈরি করা যায় না এই রক্ত। কথায় আছে, “রক্ত দান,জীবন দান”। রক্তের অভাবে যখন কোনও মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করেন, অন্য এক মানুষের দান করা রক্তই বাঁচাতে পারে তার জীবন। তাই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, শ্রীরামপুর শাখা (পটুয়াপাড়া লেন), আয়োজন করতে চলেছে এক রক্তদান শিবির। আগামী ১৯ জুলাই, সকাল ১১টা থেকে শ্রীরামপুরের পটুয়াপাড়া লেনের আইএমএ ভবনেই হতে চলেছে এই রক্তদান শিবির।
রক্তদান শিবিরটির আয়োজকের ভূমিকায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে রয়েছে সেন্ট্রাল ডান্স অ্যাকাডেমি অফ শ্রীরামপুর এবং স্বাস্থ্যভাবনা ওয়েলফেয়ার সোসাইটি। শিবিরের মূল উদ্যোক্তা আইএমএ, শ্রীরামপুর শাখার সভাপতি ডঃ পি কে দাস ‘ডেইলি নিউজ রিল’কে জানান, বর্তমানে করোনা প্রেক্ষাপটে চারিদিকে রক্ত সংকট প্রবল। এই সংকটকালীন অবস্থায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের গুরুত্ব অপরিসীম। যদিও এই পরিস্থিতিতে সাধারণ মানুষজন হয়তো রক্তদানে কিছুটা ভয়ই পাচ্ছেন। তবু তিনি আশ্বস্ত করে বলেন, সমস্ত রকমের প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গেই আয়োজিত হতে চলেছে এই শিবির। সেই সঙ্গে সাধারণ মানুষকে পাশে থাকার এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার অনুরোধও করেন তিনি। অন্যদিকে সেন্ট্রাল ডান্স একাডেমি অফ শ্রীরামপুরের মুখ্য সৌম্য দে জানান, এটি শুধু মাত্র একটা নৃত্যমূলক সংগঠনই নয়। যে কোনো পরিস্থিতিতে সকল সদস্যদের মিলিত প্রচেষ্টায় তারা মানুষকে সাধ্যমতো সহযোগিতা করতে চেষ্টা করে চলেছেন। ঠিক তেমনই আগামী ১৯ জুলাই রক্তের চাহিদা পূরণ করতে এগিয়ে আসবেন তারা। সংগঠনের প্রায় প্রতিটি সদস্য রক্তদান তো করবেনই, উপরন্তু সঙ্গে করে একজন রক্তদাতাও নিয়ে আসবেন।
সকলের মিলিত প্রয়াসে সর্বাঙ্গীন সুন্দর একটা কর্মসূচির মধ্যে পালিত হবে ‘রক্তে জাগুক প্রাণ’ কর্মসূচি, ঠিক এমনটাই আশা রাখছেন শিবিরের তিন আয়োজক সংস্থা। তাহলে আর দেরি নয়! আগামী ১৯ জুলাই শ্রীরামপুরে আয়োজিত রক্তদান শিবিরে যোগদান করতে পারেন আপনিও। কে বলতে পারে, হয়তো আপনার দান করা কয়েক ফোঁটা রক্তই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জীবনের আশা দেখাতে পারে কাউকে! তাহলে কী বলেন? আগামী রবিবার সকাল ১১টায় দেখা হচ্ছে ঠিক আইএমএ ভবনে? এই রক্তদান শিবিরকে সফল করে তুলতে আপনাদের সকলের সাহায্য কিন্তু একান্তই কাম্য! কি আসছেন তো আপনি?
Discussion about this post