আচ্ছা ধরুন একদিন রাস্তা দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন। সেইসময়ে হঠাৎ চোখে পড়লো একটি ছোট্ট বাচ্চাকে কেউ রাস্তায় ফেলে গিয়েছে। আপনি চটজলদি তাকে নিজের কোলে তুলে নিলেন। কিন্তু অবাক কান্ড, দেখতে অবিকল মানব শিশুর মতো হলেও সদ্যোজাত একেবারে চুপ। টুঁ শব্দটি করছে না! আপনি ভাবছেন এও হয় নাকি? তাহলে কি প্রাণ নেই? মানুষ হলে তো প্রাণটা থাকবে। খেয়ে গেলেন তো ভিরমি? পুতুল মশাই, পুতুল। তবে যে সে পুতুল নয়। এই পুতুল ক্লোনিং দিয়ে তৈরি। প্ল্যাটিনাম কিওর্ড সিলিকন দিয়ে তৈরি হয় এই বিশেষ পুতুল। কিছু কিছু কসমেটিক সার্জারির ক্ষেত্রে এই সিলিকন ব্যবহার করা হয়ে থাকে।
আপনি কেন! যে কেউ দেখে অবাক হতে বাধ্য। দূর থেকে তো নি:সন্দেহে এমনকি একেবারে কাছ থেকে দেখলেও পার্থক্য করা মুশকিল। কুচকানো চামড়া, মাথা ভর্তি চুল, এক্কেবারে মানুষ! মান তো খুব আছে, শুধু হুঁশ টাই যা নেই। কিন্তু প্রশ্ন হলো কোথায় পাওয়া যায় এই বিশেষ পুতুল? সেই সুদূর স্পেনে। উত্তর স্পেনের বিলাবাও শহর। সেই শহর থেকে প্রায় ১৫ মিনিটের দূরত্বে রয়েছে লিওনা মিউনিসিপ্যালিটি। সেখানেই রয়েছে এই ‘ক্লোন’ ফ্যাক্টরি। সে যেন এক স্বপ্ন রাজ্যের ঠিকানা।
ধরুন আপনার ছেলে মেয়ে বড়ো হয়ে গিয়েছে কিন্তু আপনি তার ছেলেবেলাটা উপভোগ করতে চান। নিজের ছেলে বা মেয়ের ছবি দিলেই হুবহু একরকম পুতুল তৈরি হয়ে যাবে। ওই ক্লোন কারখানার ডিরেক্টর ক্রিস্টিনা ইগনেসিয়াসের দাবি অন্তত তাই। এছাড়াও নাকি এখানেই একমাত্র এইভাবে পুতুল তৈরি হয়। আবার অনেকে এমন পুতুল কিনে নিয়ে গিয়ে নিজেরাই রঙ করে আবার বিক্রি করেন। ক্রিস্টিনার পথ চলা কিন্তু শুরু ২০১৩ সালে। এই অদ্ভুত বিশ্বাসযোগ্য পুতুলের দাম কতো জানেন? ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭৩ হাজার ৩৩০ টাকা। এর থেকেও কম দামের আছে। আবার বেশি দামেরও আছে। কিন্তু পুতুল কেন? মানুষের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? এতো দামি পুতুল ঘরে নিয়ে গিয়ে রাখবে? কোথাও কি একাকীত্ব কাটানো উপায় এই পুতুল? মনোবিদদের ইশারা অন্ততঃ সেদিকেই ইঙ্গিত করছে।
Discussion about this post