ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত নিত্যসঙ্গী ফোন। প্রয়োজনের অধিকাংশ জুড়েই তার দৌরাত্ম্য। তবে অনেক সময়ে সামর্থ্য না থাকায় অনেকেই নতুন ফোন কিনে উঠতে পারেন না। বেছে নিতে হয় সেকেন্ড হ্যান্ড স্মার্ট ফোন। ওপরের স্ক্রিনে স্ক্র্যাচ নেই, চকচকে গ্লাস দেখেই তা কিনে ফেলেন।
বাজিয়ে না দেখেই জিনিস কেনা এক ধরণের বোকামি। তবে আপনি কি জানেন, কিভাবে সেকেন্ড হ্যান্ড স্মার্ট ফোন চেক করে নিতে হবে? সেই কথাই আজ জানাতে চলেছি আপনাদের। পুরনো ফোন চেক করার জন্য মনে রাখতে হবে একটা ছোট্ট ট্রিক। যদিও এ ট্রিক বিভিন্ন ফোনের ক্ষেত্রে আলাদা। যদি স্যামসাং ব্র্যান্ডের কোনো পুরোনো স্মার্টফোন কিনবেন ভাবেন, তবে আপনি কেবল একটি কোডের সাহায্যেই এর যাবতীয় ডিটেইলস চেক করতে পারবেন। এর জন্য ডায়াল প্যাডে আপনাকে টাইপ করতে হবে ‘*#0*#’। টাইপ করার পরেই একটি নতুন স্ক্রিন ওপেন হয়ে যাবে। এবার অনায়াসে খুঁটিয়ে চেক করে নিন।
আপনি যদি শাওমির কোনো পুরোনো ফোন কিনতে চান, তাহলে কিন্তু অন্য পদ্ধতি। এক্ষেত্রে শাওমির ফোনগুলিকে চেক করার জন্য আপনাকে ফোনের সেটিংস-এ গিয়ে কার্নাল ভার্সন-এ তিনবার ট্যাপ করতে হবে (সেটিংস> অ্যাবাউট মি> অল স্পেসেস> কার্নাল ভার্সন)। এর পরে আপনি আপনার ইচ্ছেমতো যেকোনো ফিচার টেস্ট করতে পারবেন। সহজ পদ্ধতি ফলো করলেই প্রমাণ ফোনের অবস্থার।
আর যদি হয় রিয়েলমির ফোন! তাহলে ওপেন করে ফেলুন ফোন ম্যানেজার। এবার সেখান থেকে টুলস > ডায়াগনোস্টিকস > রান ডায়াগনোস্টিকস – এ ক্লিক করতে হবে। পরপর ধাপ গুলো পেরিয়ে এলেই চেক করে নিতে পারবেন ফোনের অবস্থা। টাচ, সাউন্ড, ক্যামেরা, সেন্সর ইত্যাদির বিষদ বিবরণ। তবে আর ঠকে যাওয়া নয়। এবারে যাচাই করে তারপর কিনে নিন সেকেন্ড হ্যান্ড স্মার্ট ফোন
Discussion about this post