“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” তো শুনেছেন। তবে এবার বাংলা অন্যভাবে যুক্ত হচ্ছে ফুটবল বিশ্বকাপের সাথে। এবারের বিশ্বকাপে সরাসরি বাংলার যোগ একেবারে স্পষ্ট। ফিফা বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে সুদূর কাতারে। আর সেখানেই পৌঁছে গিয়েছে নদিয়ার সংযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে রয়েছে হরিণঘাটা মিট। নদিয়ার এই এলাকা থেকেই এবার পাঁঠার মাংস যাচ্ছে কাতারে। সেখানে রেড মিটের চাহিদা প্রবল। আর অন্যদিকে বাংলার রেড মিটের সুনাম রয়েছে বহুকাল জুড়ে। তাই এবার খেলা দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে হরিণঘাটার পাঁঠার মাংস। এ এক অন্যরকম ব্র্যান্ডিং। বিদেশে থাকা বাঙালিদের কাছে এ এক অন্যরকম গৌরব।
শোনা যাচ্ছে, রাজ্য প্রাণীসম্পদ উন্নয়ন দফতর কাতারে ৭ টন মাটন রপ্তানির অর্ডার পেয়েছে ইতিমধ্যেই। এই মাংস বিক্রি করে বাংলার ঘরে আসতে পারে প্রায় ১ কোটি বিদেশি মুদ্রা। আবার এও জানা গিয়েছে, শুধুমাত্র কাতারেই নয়, হরিণঘাটার মাংস এবার সরবরাহ হবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশেও। স্বাস্থ্যবিধি মেনেই সেই মাংস পৌঁছে যাবে বিদেশের বাজারে। জগত সভায় ভারতের শ্রেষ্ঠ আসন লাভের এ এক নয়া রাস্তা বলা যেতে পারে।
অদূর ভবিষ্যতে ভারত কখনো ফুটবল বিশ্বকাপ খেলবে কিনা তা একমাত্র ভারতীয় ফুটবল টিমের ভবিষ্যতই জানে। তবে বিদেশি দলগুলোকে নিয়ে আলোচনা তো চলবেই। মেসি নাকি রোনাল্ডো? জার্মানি নাকি আর্জেন্টিনা? এ তর্কের পাশাপাশি যারা সরাসরি প্রাঙ্গণে বিশ্বকাপ দেখবেন তারাই সুযোগ পাবেন বাংলার এতদিনের নামকরা পাঁঠার মাংস চেখে দেখার। পরিসংখ্যান বলছে, প্রায় ২৪ হাজার টিকিট কেটেছেন ভারতীয়রাই। এবার খালি ফুটবল নয় বাঙালির হৃদয় উতলা হবে নিজেদের দ্রব্যের কারণেই।
Discussion about this post