হুগলির উত্তরপাড়ায় ঘটে গিয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা। এক সাংবাদিককে ফোন করে মিথ্যে বলে ডেকে এনে হেনস্থা করা হয় বলে জানা গিয়েছে। এই হেনস্থার শিকার হয়েছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী। জানা যাচ্ছে, এই মুহূর্তে বাংলার অন্যতম বিরোধী রাজনৈতিক দলের দুই কর্মকর্তা এই কান্ডে অভিযুক্ত।
গত রবিবার উত্তরপাড়ায় বাংলার অন্যতম বিরোধী রাজনৈতিক দলের কর্মী সম্মেলন ছিল। উক্ত দলটির মিডিয়া ইনর্চাজের আমন্ত্রণে ওই স্থানে গিয়ে হাজির হন সাংবাদিক শুভজ্যোতি চক্রবর্তী। বিকেল ৫টায় সাংবাদিক কর্মীসভায় গিয়ে পৌঁছোলেও সেই রাজনৈতিক দলের সভাপতি এসে পৌঁছোন সন্ধ্যে ৭টার পরে। সাংবাদিক রাজনৈতিক দলের এক কর্মকর্তার বক্তব্য নিচ্ছিলেন। তারপরে অন্য একজন কর্মকর্তা এসে তার বক্তব্য নিতে বলেন। কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন “আপনি যার বক্তব্য নিচ্ছেন তিনি অনৈতিক কাজের সাথে যুক্ত, এসব মানুষের বক্তব্য নিলে চ্যানেলের মান কমে যাবে।” কিন্তু সাংবাদিক তাকে জানান যে, “আমাকে সবার সাথেই মিলেমিশে চলতে হবে, তুমি যখন পদে আসবে তখন তোমার বিবৃতি নিয়ে খবর হবে।” এরপর তাদের মধ্যে স্বাভাবিকভাবেই কথাবার্তা হয়।
সাংবাদিক শুভজ্যোতি চক্রবর্তীর থেকে জানা যায়, ওই দিনই রাতে মিটিং শেষ হয়ে যাওয়ার পর একাধিক বার তাঁর কাছে ফোন আসে ওই রাজনৈতিক দলের এক কর্মকর্তার। ফোন করে বলা হয় তিনি বিপদে পড়েছেন জরুরি দরকার তাই তিনি একবার ওনার সাথে দেখা করতে চান। সাংবাদিককে ডাকা হয় উত্তরপাড়া মাখলা অগ্রদূত ক্লাবের সামনে একটি অন্ধকার গলিতে। সেখানে রাজনৈতিক দলের দুই কর্মকর্তা সাংবাদিককে ঘেরাও করে এবং কর্মীসভার সমস্ত ভিডিও ডিলিট করতে বলেন। সাংবাদিক এই ঘটনার ভিডিও করতে যাওয়ায় তাঁর ফোন কেড়ে নেওয়া হয়। তারপর তাকে মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয় বলে জানা গিয়েছে। এরপর রাজনৈতিক দলের ওই দুজন কর্মকর্তাদের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এটাই কাম্য।
Discussion about this post