মানুষের অমানবিক উল্লাসের বলি বছর তিনেকের এক সারমেয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে। কালী পুজো উপলক্ষ্যে বাজি ফাটানো চলছিল খড়্গপুর শহরের খরিদা এলাকায়। বাজি ফাটানোর সময়পথের ধারের এক কুকুরের পায়ে বেঁধে দেওয়া হয় শব্দ বাজি। সেই বোম ফেটে বীভৎস ক্ষতিগ্রস্ত নিরীহ কুকুরটি। বাজি ফেটে উড়ে যায় কুকুরটির একটা পা।
আরও পড়ুন ধর্ষিতা গর্ভবতী কুকুর! ফের মানুষের বিকৃত রুচির সাক্ষী রইল কলকাতা
পায়ের সাথে সাথে লেজও ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুকুরটির। ঝলসে গিয়েছে মুখের এক অংশ। এছাড়া শরীরের বিভিন্ন অংশে ক্ষতর চিহ্ন রয়েছে। গত বুধবার খড়্গপুর শহরের পশুপ্রেমী সংস্থার এক সদস্য ঘটনাটি জানতে পারেন। সঙ্গে সঙ্গে তারা কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করেন। শুক্রবার কুকুরটির অস্ত্রোপচারও করা হয়। এখনও চলছে কুকুরটির চিকিৎসা। এইরূপ অবলার উপর নৃশংস আক্রমণে সরব যুব-সমাজ। তারা অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন ক্লাবের মিটিং থেকে পাড়ার সুখদুঃখে পাশে থাকা জ্যাক নিঃশব্দে বিদায় নিল!
খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার-এর কথায়, অভিযোগ জমা পড়েছে। সেই মতো খোঁজ চলছে অপরাধীর। তবে নির্দিষ্ট নাম না থাকায় ইতিমধ্যেই ৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশুপ্রেমী সংগঠন গুলির কথায়, আইনানুযায়ী পশুদের উপর পাশবিক অত্যাচার করলে ২ বছরের জেল হতে পারে। জরিমানাও হতে পারে। তাই এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।
Discussion about this post