ব্যক্তির নাম অঞ্চল গুপ্ত। তিনি ভূপালের কোলার এলাকায় ফুচকা বিক্রি করেন। পুঁথিগত বিদ্যা নেই বললেই চলে। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি। যদিও পুঁথিগত বিদ্যা দিয়ে তার মানসিকতা যাচাই করা বোকামি হবে। চলতি বছরের ১৭ আগস্ট অঞ্চলবাবুর কন্যাসন্তানের জন্ম হয়। এটি অঞ্চল গুপ্তের দ্বিতীয় সন্তান। বছর দুয়েক আগে তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। সে সময়ও তিনি কন্যাসন্তান চেয়েছিলেন। দ্বিতীয় সন্তান কন্যা হওয়ায় সেই স্বপ্নপূরণ হয়েছে । জীবন পূর্ণ হলো অঞ্চলের।
কারোর কোনরকম যেন কষ্ট না হয়, লোকজনের খাবার সুবিধার জন্যে কয়েকটি টেবিলও পেতে দিয়েছিলেন। প্রতি টেবিলে এক ঝুড়ি করে ফুচকা এবং তেঁতুল জল ও অন্যান্য সামগ্রী রেখে দিয়েছিলেন। সবাইকে পরিবেশন করা একার পক্ষে সম্ভব ছিল না। তাই প্রয়োজনমতো যেন ফুচকা টেবিল থেকেই নিয়ে খেয়ে নিতে পারেন অতিথিরা, সে দিকে বিশেষ নজর ছিল অঞ্চলের। এই ঘটনায ভাইরাল হওয়ার পর সবাই একটাই কথা বলছেন। এমন বাবা যেন ঘরে ঘরে হয়।
Discussion about this post