আগামীকালই শহীদ বিপ্লবী ভগৎ সিং-য়ের জন্মদিন। দেশবাসীর মজ্জায় আন্দোলনের বীজ পুঁতে দিয়েছিলেন তিনি। পাঞ্জাবের ভূমিপুত্র তিনি। এবার পাঞ্জাবের কৃষকরাই এক জোট কেন্দ্রের নয়া কৃষি বিলের প্রতিবাদে। আর তাদের ঘামে রক্তে বোনা ধান পুঁজিপতিদের ঘরে তুলে দিতে রাজি নন তারা। ভগৎ সিংই তাদের শিখিয়েছিলেন চোয়াল শক্ত রাখতে। এবার তার জন্মদিনেই পাঞ্জাব-হরিয়ানায় চলবে ‘চাক্কাজ্যাম’ ‘রেল রোকো’ কর্মসূচি।
ইতিমধ্যেই এই বিতর্কিত কৃষি বিলের প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর ভারত বনধে সামিল হয়েছিলেন দেশের লাখো লাখো কৃষক। এবার পাঞ্জাবের কৃষকরা এককাট্টা হয়ে জানান আগামী ২৯ সেপ্টেম্বর অবধি তারা চালাবেন ‘রেল রোকো’ কর্মসূচি। পরিস্থিতি হাতের বাইরে যেতেই ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাঞ্জাবের একাধিক রুটে ১৪ জোড়া বিশেষ ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল।
কোথাও জামা খুলে বিক্ষোভ দেখাচ্ছেন চাষীরা, কোথাও আবার রেললাইনের ওপর বসেই চলছে প্রতিরোধ বিক্ষোভ। বনধের দিন অনেক জায়গাতেই কৃষকদের ট্রাক্টর নিয়ে রাস্তা অবরোধ করতে দেখা যায়। এদিকে করম সিং বড়োলির নেতৃত্বে ভারতীয় কিষাণ ইউনিয়নের দুশোর বেশি কৃষক ভঙ্করপুরের কাছে চণ্ডীগড়-আম্বালা হাইওয়েতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়।
Discussion about this post