এক অদ্ভুত অশান্ত সময়ের মধ্যে দিয়ে চলেছে বাংলা এবং সারা দেশ। স্বাধীনতার এই মাসেও যেন মানুষের মনে শুধু হতাশা, ক্ষোভ, রাগ আর সন্দেহ। এর মাঝেই ব্যারাকপুর হরহল প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ বান্ধব মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি আলোচনাচক্র, যার নাম ‘স্বাধীনতা আন্দোলনে বহু স্বর’। এরপরেই মঞ্চস্থ হল একটি নাটক, যার উপজীব্য বিষয় ছিল সুভাষচন্দ্র বসুর জীবনী। এই উত্তাল সময়ে দাঁড়িয়ে এই দুই কর্মসূচী সাধারণ দর্শক, শ্রোতা এবং অংশগ্রহণকারীদের মনে তৈরি করল একটি অন্যরকম আলোড়ন।
আলোচনাচক্রের মূল বক্তা ছিলেন মানবাধিকার কর্মী, গবেষক ও লেখক হর্ষ মন্দার। মূলত গান্ধীবাদী এই বক্তার কন্ঠে ফুটে উঠল আক্ষেপ। ‘বিবিধের মাঝে মিলন মহান’ যে ভারতের মূল মন্ত্র, তা ধীরে ধীরে কীভাবে পাল্টে যাচ্ছে এবং এই অবস্থা থেকে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজিই যে পথ দেখাতে পারেন সমগ্র ভারতবর্ষকে তা স্পষ্ট হয়ে উঠেছে তাঁর কথায়। শারীরিক বা সামরিক শক্তি প্রদর্শনই হিরোইজমের একমাত্র বৈশিষ্ট্য হতে পারে না, সেটিও স্পষ্ট করেছেন তিনি। আর তাঁর এই ভাবনাই যেন পূর্ণ রূপ পেয়েছে পরবর্তী নাটকে।
পরিবেশকর্মী তাপস বিশ্বাসের বক্তব্যের পর শুরু হয় নাটক ‘সুভাষ ওটেনকে চড় মারেন নি’। প্রেসিডেন্সির অধ্যাপক ওটেন সাহেব প্রায়ই ভারতীয় ছাত্রদের অসম্মান করতেন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্ররা। একদিন ছাত্ররা তাঁর উপর হামলা করে। কর্তৃপক্ষ সুভাষকে দোষী সাব্যস্ত করে কলেজ থেকে বহিষ্কার করেন। অথচ সুভাষ কিছুই জানতেন না। এই ঘটনা পরবর্তীকালে বিভিন্ন পত্রপত্রিকা এবং সিনেমা, সিরিয়ালে মানুষের সামনে তুলে ধরা হয় অন্যভাবে, যেখানে সুভাষ সত্যিই চড় থাপ্পড় মারছেন, অথবা জুতো খুলে পেটাচ্ছেন ওটেন সাহেবকে। শারীরিক আঘাত করাই যেন হয়ে উঠেছে নায়কচিত। এই ভাবনার বিপরীতেই পরিবেশন হল নাটকটি।
শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেছিলেন স্বাতী চ্যাটার্জী। সমগ্র অনুষ্ঠানের প্রচার এবং জনসংযোগের দায়িত্বে ছিল TSMPRO.in। তাঁরা জানালেন, এই ধরণের অনুষ্ঠান, যা ঐতিহাসিকভাবে সমৃদ্ধ, যা মানুষকে নতুন করে ভাবতে শেখায় তা সারা বাংলা তথা দেশের জন্যেও গর্বের হয়ে ওঠা প্রয়োজন। হর্ষ মন্দারের বক্তব্য, নাটক, গান, নতুন ভাবনা এবং আলোচনা মিলিয়ে সমগ্র অনুষ্ঠান এবং সেই সন্ধ্যা হয়ে উঠেছিল মনোজ্ঞ। উদ্যোক্তাদের পক্ষে তাপস বিশ্বাস জানালেন, “এই আলোচনাচক্র সবে একটি সূচনা, আমাদের পরবর্তীকালে এমনই আরো অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।”
Discussion about this post