ভরদুপুরে রাস্তার মধ্যেই তরুণীকে কুপ্রস্তাব এবং অশালীন ইঙ্গিত মাঝবয়সী যুবকের। এরপর প্রতিবাদ এবং অভিযোগ। শেষমেশ উপস্থিত বুদ্ধিকে সহায় করেই তাকে পুলিশের হাতে তুলে দিলেন সেই তরুণী। ঘটনাটি ঘটে বারুইপুরের কাছে মালঞ্চে। অভিযুক্ত যুবকের নাম বিশ্বরূপ দেবনাথ। পুলিশি তৎপরতায় তাকে ইতিমধ্যেই গ্রেপ্তারও করা হয়েছে।
কলেজছাত্রী তরুণীটির নাম পূজা বৈদ্য। স্বাবলম্বী তরুণীটি নিজের পড়াশোনার খরচ নিজেই চালান। বাড়ি নরেন্দ্রপুরের এলাচির কাছে। গত বুধবার দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে কাজে বেরোন তিনি। বারুইপুর বাইপাসের কাছাকাছি বাইকে অভিযুক্ত যুবকটি তার পিছু করতে থাকে বলে অভিযোগ। বাইক নিয়ে পূজার পিছু পিছু প্রায় অনেকটাই এগিয়ে আসে সে। সঙ্গে চলতে থাকে নানা কুপ্রস্তাব। এমনকি একসময় নাকি প্যান্ট খুলে অশালীন ইঙ্গিতও করে সে। ব্যাস! ধৈর্য্যের বাধ ভাঙে পূজার। গোবিন্দপুরের কাছাকাছি মালঞ্চে সাইকেল থেকে নেমে যুবকটির দিকে এগিয়ে গিয়ে তার গালে সপাটে চড়ও মারেন। এরপর তার ভিডিও এবং ছবি তুলে রাখেন নিজের ফোনে। হঠাৎ চড়ে হতভম্ব হয়ে পড়লেও সমস্ত অভিযোগ অস্বীকার করতে থাকে যুবকটি এবং বাইক নিয়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ পাশের গোবিন্দপুর হাই স্কুলে গিয়ে সেখানের শিক্ষকদের সমস্ত কিছু খুলে বলেন পূজা। মূলতঃ তাঁদের সাহায্যেই এরপর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান তিনি।
তরুণীর সঙ্গে থাকা ছবি এবং ভিডিও দেখে অভিযুক্ত যুবককের অনুসন্ধান করে পুলিশ। শেষমেশ সেইদিন রাত্রেই তাকে গ্রেপ্তার করা হয়। থানায় পুলিশের কাছে জেরায় নিজের দোষ স্বীকার করে অভিযুক্ত বিশ্বরূপ দেবনাথ। ‘ডেইলি নিউজ রিল’-এর তরফ থেকে পূজা বৈদ্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ওই রাস্তাটি সাধারণতঃ একটু ফাঁকা ফাঁকাই থাকে। কিন্তু সুবিধাজনক হয় বলে তিনি এবং আরও অনেক মেয়েই ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এমনিতেই আজকাল রাত্রিবেলা মেয়েরা রাস্তায় বেরোলে বিপদের আশঙ্কা থেকেই যা । কিন্তু ভর দুপুরে রাস্তায় যদি এমন অশালীন আচরণের শিকার হন তাঁদের মত মেয়েরা, তাহলে মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্নটা কিন্তু থেকেই যায়।” তিনি আরও বলেন ওই রাস্তা দিয়ে প্রায়ই নাকি পুলিশের গাড়ি যাতায়াত করে। তাই তিনি অনুরোধ করেন যদি তারা বিষয়টি একটু খুঁটিয়ে দেখেন তাহলে তাঁর মত কাজের সন্ধানে বেরোনো কিছু মেয়ে হয়তো ইভটিজিংয়ের হাত থেকে রেহাই পেতে পারে।
Discussion about this post