মহম্মদ নিজাম, সাহিত্যিক, বাংলাদেশ – কিছু শব্দ এখনও ম্যাজিকের মতো। উচ্চারণের সাথে সাথে আলীবাবা-চল্লিশ চোরের গল্পের মতো, যেন একটা গোপন দরজা খোলে দেয়। একরাশ মিষ্টি অনুভূতি এসে হৃদয়কে প্লাবিত করে দেয়। ‘ঈদ’ শব্দটা আমার কাছে তেমনই এক গোপন ও নিবিড়তম আনন্দের দরজা খোলার জপমন্ত্রের মতো। দীর্ঘ একমাস সংযম সাধনার পর আসছে পবিত্র ঈদ-উল-ফিতর। সেই সে সুদূর বাল্যকাল থেকে এখনও ঈদ মানেই আমার কাছে আনন্দ। ঈদ মানেই উৎসব। ঈদ মানেই রঙধনুর সাতরঙে রঙিন হয়ে যাওয়া একটা অলৌকিক ভ্রমণ। প্রতিবার ঈদ আসে, প্রতিবার ওকে একদম নতুন লাগে। ঈদকে সামনে রেখে কেনাকাটা, ঈদের ছুটিতে বেড়াতে যাওয়া, পুরনো বন্ধু ও স্বজনদের সাথে সাক্ষাত, বেহিসেব ফিরনি-সেমাই খাওয়া, রাত জেগে গল্প করা, দল বেঁধে ময়দানে যাওয়া, ফেরার পথে একে অন্যকে নিমন্ত্রণ জানানো। ঈদের সুখ এতই প্রগাঢ় আমার মতো সামান্য মানুষের পক্ষে ভাষায় প্রকাশ করা কঠিন। ঈদের আমাদের হৃদয়কে দোলাতে আসে। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সবার সাথে সখ্যতা বাড়ানোর উষ্ণতম আবেগ জাগিয়ে দিতে আসে। খুবই ভালো লাগছে দুই বাংলার নিউজ পোর্টাল ডেইলি নিউজ রিলের পক্ষ থেকে ঈদের এই শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পেয়ে। প্রিয় এই উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে হৃদয়ে প্রবাহমান অতলান্ত ভালবাসা ও উষ্ণতা নিয়ে দুই বাংলার সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুজনকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক!
রোদ্দুর, শিশু শিল্পী, ভারত – রমজান মাস পেরিয়ে ইদ আবার ফিরে এসেছে। সেই উপলক্ষ্যে সবাইকে ইদের শুভেচ্ছা জানাই। রমজান মাসে রোজা রাখার জন্য মানুষ তো খুব কষ্ট করে, আর তারপর গরিব-দুঃখী মানুষকে দান করে। আমি চাইব ঈদ শেষ হলেও সবাই যেন তেমনই পরিশ্রম করে আর গরীব মানুষের উপকার করে।
সাজিদা সোহা, সঙ্গীত শিল্পী, বাংলাদেশ – এপার বাংলা ওপার বাংলা,দুই বাংলার মেলবন্ধনে ডেইলি নিউজ রিল এক চমৎকার প্লাটফর্ম। চমৎকার অনুষ্ঠান উপস্থাপনের মাধ্যমে ইতোমধ্যে দুই বাংলার মানুষের কাছেই জনপ্রিয়তা অর্জন করেছে।আমি আশা করছি রমজান মাসের শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও আকর্ষণীয় প্রোগ্রাম নিয়ে হাজির হবে।আমার পক্ষ থেকে ডেইলি নিউজ রিলের সকল দর্শক শ্রোতাবৃন্দকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই।ঈদ মুবারক।
হসপিটাল ম্যান পার্থ, ভারত – আমরা ঈশ্বরের সৃষ্টি, প্রকৃতির সন্তান। সেই সর্বশক্তিমান পরম করুণাময়ের প্রতি বিশ্বাস রেখে আমি নিজেকে মানুষের সেবা ধর্মে নিয়োজিত করেছি। দূর দূরান্ত থেকে কলকাতায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জন্য অপেক্ষারত আত্মীয়দের চিকিৎসার খরচ জোগাড় করতে কালঘাম ছোটে। অনেক সময় নিজেদের খাবার কেনার পয়সা জুগিয়ে উঠতে পারেন না। কখনো অভুক্ত অবস্থায়, কখনো আধ পেটা খেয়ে, দিনের পর দিন এরা হাসপাতালের বাইরে অপেক্ষা করে। ঘরের মানুষকে সুস্থ করে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার দিন গুনতে থাকেন। হাসপাতালের করিডোরে অপেক্ষারত মুখগুলো দেখে বারবার মনে হয়েছে, আমরা ঈশ্বরের সন্তান। আমরা একই পরিবারের। এদের মুখে দু’বেলা সাধ্য মত খাবার জোগানোর মধ্য দিয়ে আমি পরোক্ষভাবে আমার পরিবারেরই পাশে আছি বলে মনে করি। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্লাস্টিক ব্যাগের অহেতুক ব্যবহার বন্ধ করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানব সেবায়, পরিবেশ রক্ষায়, সুস্থ সমাজ সেবামূলক কাজে জাতি ধর্ম নির্বিশেষে আপনারা আমার পাশে থাকবেন। আজ রমজান শেষে খুশির ঈদের দিনে আমি আমার সমস্ত ভাই, বন্ধু, মা, বোন, আপুদের আন্তরিক শুভকামনা জানাই। ঈদ মোবারক।
অর্ণব বিশ্বাস, ডাক্তার, ভারত – ঈদ মোবারক! সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা সবাই জানি যে ঈদ বিশেষ আনন্দের দিন। কিন্তু কেন? কারণ, ঈদ মানে খুশি বা উৎসব। আর ঈদের দিন হল আনন্দের বিশেষ দিন। তাই আমার তরফ থেকে দুই বাংলার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর আলিঙ্গন।
Discussion about this post