সোশ্যাল মিডিয়ার দোউলতে আকছারিচখে পড়ে পশু হত্যা কিংবা চূড়ান্ত অমানবিকতার দৃষ্টান্ত। সেই ঘটনাগুলির বিরুদ্ধে আমরা নিন্দায় মুখর হলেও চলতেই থাকে এরকম ঘটনা। তবে এবার বোধহয় উল্টোঅন্য শিক্ষার পালা। কুকুর মানুষকে দিয়ে গেল পাশে থাকার শিক্ষা। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে মানুষের মৃত্যুতে তাঁর শেষকৃত্য করা মতোও কেউ নেই পাশে। সেখানে বন্ধু কুকুরের মৃত্যুতে নিজেরাই মাটি ফেলে কবর দিল বাকি কুকুরেরা।
বাংলাদেশে এপ্রিল মাসে তোলা এক ভিডিওয় এক দল কুকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভালোবাসা কাকে বলে। ঘটনাটি ঘটেছে সেদেশের পাবনা জেলায়। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মৃত কুকুরের লাশকে কবরস্থ করছে বেশ কয়েকটি কুকুর। তারা মৃতদেহটির পাশে দাড়িয়ে লাশে কবর দিয়ে প্রমাণ করে দিচ্ছে পশু হলেও মান আর হুঁশ এই দুটো তাদের মানুষের থেকে অনেক বেশি। তাই তারা নিজের বন্ধুর পাশে দাঁড়িয়েছে। নিষ্ঠুর এই সমাজে এভাবে মানুষের কাছে পশুই হয়ে উঠল মানবিকতার শিক্ষক।
প্রতিবেদক দেবযানী ভট্টাচার্য্য
Discussion about this post