করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে পৃথিবীর ঘরে ঘরে। লকডাউন জারি বিশ্ব জুড়েই। সারাদিন ঘরবন্দী হয়ে থাকা কি মুখের কথা! কিন্তু উপায়ও তো কিছু নেই। সংক্রমণ এড়াতে ঘরে যে থাকতেই হবে। কিন্তু এই বন্দী দশা কাহাঁ তক আর ভাল লাগে! ঘরে থাকলেই মন চাইছে কিছু খাই খাই! তার অপর আবার বাইরে বেরোনো নিষেধ! তবে উপায় কিন্তু একটা আছে, যদি আপনার বাড়িতে কোনও পোষ্য থাকে তো। অ্যান্টনিও নামে মেক্সিকোর এক ভদ্রলোক ঠিক এমনটাই করেছেন। বাকিদের মতো তিনিও রয়েছেন কোয়ারেন্টাইনে। এর মধ্যেই তাঁর হঠাৎ অরেঞ্জ ফ্লেভারের চিটোস খাওয়ার ইচ্ছে জাগে। এদিকে তিনি তো বাইরে বেরোতে পারবেন না। এই অবস্থায় এক ফন্দি আঁটলেন তিনি।
দোকানে পাঠালেন তাঁর পোষ্য চিহুয়াহুয়া কুকুরটিকে। কলার বেল্টে বেঁধে দিলেন ২০ ডলারের নোট সঙ্গে একটি ছোট্ট চিরকুট। পোষ্যটিও নোট আর চিরকুট নিয়ে সটান দোকানে হাজির। ভদ্রলোকের জন্য চিটোসের প্যাকেটও নিয়ে আসে সে। অ্যান্টনিও ভাবতেও পারেননি তাঁর পোষ্যটি দোকান থেকে চিরকুটে লেখা জিনিস নিয়ে আসতে পারবে। চিহুয়াহুয়াটির এই কাজে তিনি এতোটাই আপ্লুত হন যে ফেসবুকে ঘটনাটির উল্লেখ করে কুকুরটির ছবিও দেন। আসলে বন্দী দশায মানুষকে একাকীত্ব গ্রাস করেছে। তার ফলেই একাধিক সৃজনশীল চিন্তাভাবনাও প্রকাশ পাচ্ছে। কেউ হয়তো নিজের শিল্পকলাতে ব্যস্ত, আবার কেউ হয়ত ভাবছেন নতুন কি করা যেতে পারে। মেক্সিকোর ভদ্রলোকের মত কেউ কেউ আবার আবার এভাবেই একাকীত্ব কাটানোর ব্যতিক্রমী উপায় বের করছেন।
তথ্য ও চিত্র ঋণ – boredpanda
Discussion about this post