হাঙরের আক্রমণের মুখে কখনও পড়েছেন? কী করবেন? ভয়ে চিৎকার করতে পারেন, দ্রুত জল থেকে উঠে আসার চেষ্টা কিংবা সাহায্য চাইতে পারেন। কিন্তু এমন কখনও দেখেছেন, হাঙরের দ্বারা আক্রান্ত হওয়ার পরও কেউ সেই হাঙরকে শান্তভাবে কোলে তুলে নিয়ে জলের বাইরে এলেন। এমনই এক ভিডিয়ো ধরা পড়ল এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়।
আমেরিকায় ফ্লোরিডার জেনসন সৈকতে স্নান করার সময় এক ব্যক্তির হাত হাঙর কামড়ে ধরে। বুঝতে পেরেই তিনি জল থেকে উঠে আসেন। তবে তাঁর মধ্যে কোনও আতঙ্কের ছাপ দেখা যায়নি। হাত কামড়ে ধরে থাকা হাঙরটিকে এক রকম কোলে করেই তুলে নিয়ে আসেন তিনি। জল থেকে উঠে এসে তিনি হাঙরটিকে হাত থেকে ছাড়ানোর জন্য সাহায্যের অপেক্ষা করেন। সাহায্য আসার পর তাঁর হাত থেকে হাঙরটিকে ছাড়াতে সময় লাগে ৪৫ মিনিট। ততক্ষণ পর্যন্ত তিনি এক প্রকার নির্লিপ্ত অবস্থাতেই ছিলেন।
এক প্রত্যক্ষদর্শী সেই ঘটনা ক্যামেরাবন্দি করে ইউটিউবে আপলোড করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, হাঙরটি বেশ ছোট আকারের। এটি ‘নার্স শার্ক’ নামে পরিচিত, আকারে ছোট হয়। তবে আক্রমণ প্রবণতার দিক থেকে এগুলি হাঙরদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। যে ব্যক্তিটিকে হাঙরটি আক্রমণ করেছিল, তাঁর নাম জানা যায়নি। তবে তাঁর এমন সাহসিকতার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
প্রতিবেদক দেবযানী ভট্টাচার্য্য
Discussion about this post