কথায় বলে ‘এ পিস অফ পেপার ক্যান নট ডিসাইড ইওর ফিউচার।’ এ কথায় কাগজের মূল্য নেই ঠিকই। তবে টুকরো টুকরো কাগজ জমে বইয়ের চেহারা নিলে তার মূল্য আর আলাদা করে বলে বোঝানোর দরকার নেই। আর তার অফুরন্ত ভাণ্ডার পাঠক মনকে সমৃদ্ধ করে। ঠিক তেমনই শান্তিপুরের পাবলিক লাইব্রেরি। এ গ্রন্থাগারের পথ চলা শুরু ১৯৩২ সালের ১ সেপ্টেম্বর। ধীরে ধীরে আজ বহু পাঠকের মনের খিদে মিটিয়ে চলেছে সে। প্রায় ৯০ বছর হেঁটে এসেও এ গ্রন্থাগার আজও ক্লান্ত হয়নি। বরং মাথায় জুটেছে জয়ের পালক।
ইতিমধ্যে জানা গিয়েছে, নদিয়া জেলার শ্রেষ্ঠ লাইব্রেরির তকমা পেয়েছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি। এ লাইব্রেরি শুধু বই পড়াই নয়, বয়ে নিয়ে চলছে সচেতনতাও। সংস্কৃতিকে দোসর করে নানান কর্মকান্ড আয়োজন করা হয় এই গ্রন্থাগারের উদ্যোগে। এমন এক প্রতিষ্ঠানের এ বিজয় পতাকা প্রাপ্য বটে।
মাঝে কিছুদিন বন্ধ থেকেও আপন মহিমায় ফিরেছে এ গ্রন্থাগার। চাইলে আপনিও সদস্য হয়ে উঠতে পারেন। বই পড়ুন এবং পড়ান। এতে মনের আঙিনায় বিশুদ্ধ বাতাস বয়। পৃথিবীতে বইয়ের চেয়ে ভালো উপহারের জুড়ি মেলা ভার। বই পেয়ে যেমনি পাঠক পূর্ণ হয়, ঠিক তেমনি একটি গ্রন্থাগার পূর্ণতা পায় পাঠকের আগমনেই।
Discussion about this post