হাওড়ার সাঁকরাইলে অম্বুজা সিমেন্ট কারখানা কর্তৃক পরিবেশ দূষণের প্রতিবাদে গ্রামবাসীদের আন্দোলনের কথা হাওড়াবাসীর কাছে নতুন খবর নয়। মাত্রাতিরিক্ত দূষণের কারণে ২০১৮ সাল থেকেই সাঁকরাইল ব্লকের মহিষগোট, ভগবতীপুর ও চতুর্ভূজকাটি গ্রামের জনগন আন্দোলনে সামিল হয়েছেন। স্থানীয়দের দাবি, কারখানার কর্তৃপক্ষকে নানান সমস্যার কথা জানিয়েও কোন লাভ হয়নি। ফলে ২০১৯ সালে গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হয় মহিষগোট চতুর্ভুজকাটি ভগবতীপুর পরিবেশ সুরক্ষা কমিটি। এই কমিটি বিভিন্নভাবে বহুদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ইতিমধ্যে গ্রিন ট্রাইব্যুনালের একটি কেসও চলছে ওই কারখানার বিরুদ্ধে।
এর মধ্যে আন্দোলনকে আরো সক্রিয় করে তোলার জন্য মহিষগোট, চতুর্ভুজকাটি ও ভগবতীপুরের গ্রামবাসীরা অভিনব একটি উদ্যোগের দিকে পা বাড়িয়েছেন। এই তিনটি গ্রাম এবং কমিটি অর্থাৎ চারটি টিম নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয় ঐ অঞ্চলে। গত ৩রা জুলাই এবং ১০ই জুলাই ছিল সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচ। নাইট টুর্নামেন্ট তাই সাজসজ্জারও খামতি রাখেননি আয়োজকগণ। গ্রামীণ হাওড়ায় বেশ জনপ্রিয় পিংপং বলের লাইটে সাজানো হয়েছিল খেলার মাঠ। প্রতিযোগিতার নিয়ম মেনে বিজয়ীদের পুরস্কার হিসেবে ট্রফি দেওয়ার ব্যবস্থাও করেন আয়োজকরা।
অম্বুজা সিমেন্ট কারখানার ধূলোয় শ্বাসকষ্ট হাওড়ার গ্রামে, ফুসফুসে জমছে বিষাক্ত রাসায়নিক
আন্দোলনের এক মুখ সুরজিৎ চক্রবর্তী জানান, গ্রামবাসীদের এই উদ্যোগের মুখ্য উদ্দেশ্য ছিল মানুষজনকে সামাজিকভাবে আরও বেশি আন্দোলনমুখী করে তোলা। বিশেষ করে গ্রামের তরুণ প্রজন্ম যাতে উদ্যমের সঙ্গে কমিটির পাশে থেকে দূষণ বিরোধী এই আন্দোলনকে আরও গতিশীল করতে পারে এটাই ছিল তাদের লক্ষ্য। গ্রামের ঘরে ঘরে যেভাবে শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে তাতে নেবুলাইজার ব্যবহার করেও কুল-কিনারা পাচ্ছেন না জেরবার গ্রামবাসীরা। তাই অম্বুজা সিমেন্ট কারখানা তথা পরিবেশ দূষণের বিরুদ্ধে আন্দোলনকে জিইয়ে রাখতে এরকম একটি উদ্যোগের পথ বেছে নিয়েছেন মহিষগোট চতুর্ভুজকাটি ভগবতীপুর পরিবেশ সুরক্ষা কমিটি।
Discussion about this post