করোনায় নাজেহাল গোটা বিশ্ব,রোজই নয়া রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেখা নেই ভ্যাকসিনের। অদৃশ্য এই ব্যাধিকে বশে আনতেই দিনরাত এক করে লড়ে যাচ্ছেন বিশ্বের সব তাবড় তাবড় বিজ্ঞানীরা । এমতাবস্থায় করোনা ঠেকাতে এবার আস্ত একটা শহরেরই পরিকল্পনা করে ফেলেছে চিন। শুনতে অবাক লাগলেও একথা সত্যি। ইতিমধ্যেই জোরকদমে কাজও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। করোনার উৎপত্তিস্থল সেই চিনেই তৈরি হচ্ছে এই অদ্ভূত শহর। নাম দেওয়া হয়েছে কোভিড-প্রুফ স্মার্ট সিটি। ভবিষ্যতে মহামারী ঠেকাতে এবং লকডাউন জারি হলে সঠিক ভাবে তা মেনে চলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে চিনা প্রশাসনের তরফে।
চিনা প্রশাসন সূত্রে খবর, মহামারীর প্রকোপজনিত পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করার জন্য নতুন ডিজাইনের একটি স্বয়ংসম্পূর্ণ ‘কভিড-প্রুফ’ স্মার্ট সিটি গড়ে তোলা হচ্ছে। এই লিভিং কোয়ার্টারগুলি জিয়ানগান নিউ এরিয়ায় গড়ে তোলা হচ্ছে।সূত্রের খবর, বার্সেলোনা ভিত্তিক গুয়ালার্ট আর্কিটেক্টস এই শহরের নীল নকশা তৈরি করছে।
লিভিং কোয়ার্টারগুলিতে আরমদায়ক পরিবেশবান্ধব পরিবেশের সঙ্গে থাকছে বিশালাকর ব্যালকনি। এছাড়াও কমপ্লেক্স গুলিতে থাকছে কাঠের অ্যাপার্টমেন্ট ব্লক, থাকছে ছাদ, খামারও। এমনকী সমস্ত লিভিং কোয়ার্টারেই পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের উপরেও জোর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি লকডাউনের সময় যাতে সাধারণ মানুষের জীবন এবং জীবিকা স্বাভাবিক ছন্দে রাখা যায় তার জন্যও থাকছে আনুসাঙ্গিক ব্যবস্থা।
Discussion about this post