ভয়াবহ করোনার দাপটে কার্যত নাজেহাল গোটা বিশ্ব। রোজই নয়া রিপোর্ট গড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিজ্ঞানীদের নিরন্তর গবেষণার পরেও এখনও পর্যন্ত করোনার কার্যকরী ভ্যাকসিনের দেখা মেলেনি। তাই ধীরে ধীরে মানুষ নিউ নর্ম্যাল জীবনে অভ্যস্ত হয়ে ওঠার চেষ্টা করলেও কিছুতেই কাটছেনা চিন্তার মেঘ। এরমধ্যেই আমেরিকার নয়া গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।
আমেরিকার ইউনিভার্সিটি অফ কানেকটিকাট স্কুল অফ মেডিসিনের গবেষকদের দাবি মাত্র ১৫ সেকেন্ডেই করোনা বধ সম্ভব। তাদের বক্তব্য করোনা ভাইরাসের উপর আয়োডিন প্রয়োগ করলেই ১৫ সেকেন্ডের মধ্যে সেই ভাইরাস ধ্বংস হয়ে যায়। যদিও এর আগেই আমেরিকার গবেষকদের এই গবেষণাকে মান্যতা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’।
কিন্তু এবার প্রমাণ সহযোগে মাঠে নেমেছেন আমেরিকার গবেষকরা। আগে কেবলমাত্র করোনার দাওয়াই হিসেবে স্যানিটাইজারের ব্যবহার করতে বলেছিলেন চিকিৎসকরা। এবার আমেরিকার গবেষকদের দাবি, আয়োডিন দিয়ে হাত মুখ ধুলে স্যানিটাইজারের থেকেও দ্রুত বিনাশ হবে করোনা। এমনকি করোনা রুখতে আয়োডিনকে ভ্যাকসিন বা ওষুধ হিসেবেও ব্যবহারের কথা ভাবছেন এই বিশ্ববিদ্যালয়।
Discussion about this post