বিশ্বব্যপী করোনা প্রাদুর্ভাবের জেরে কার্যত নাজেহাল গোটা বিশ্ব। আণুবীক্ষণিক এই ভাইরাসের কারণে স্বজনহারা হয়েছেন লাখ লাখ মানুষ। গত ৭মাস যাবত সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। মানুষের ছোঁয়াছুঁয়িতে এসেছে নিষেধাজ্ঞা। আজকাল ‘করোনা’ এই তিন অক্ষর শুনলেই যেন শিউরে ওঠে মানবজাতি, ঘিরে ধরে নয়া আশঙ্কা। কিন্তু জানেন কি? এই নামেই একসময় আলো জ্বলত গোটা দেশে।
প্রায় এক শতক আগে, মার্টিন বার্ণ লিমিটেড বলে একটি বৈদ্যুতিন কোম্পানি একটি টিউব লাইট বাজারে এনেছিল, যার নাম ছিল করোনা ‘Corona’। আজ যেই নাম অন্ধকার ডেকে আনছে জনজীবনে, একঅসময় সেই নামেই আলো জ্বলত ঘরে ঘরে। শুধু পার্থক্যটা সময় মানসিকতা সৃষ্টি ও রুচির।
হয়ত এই ল্যাম্পের মতোই, বর্তমানের তীব্র দুঃসময় কাটিয়ে ফের আলোর রোশনাইয়ে সেজে উঠবে আমাদের পৃথিবী। এই ল্যাম্পের প্রসঙ্গে অমরনাথ ঘোষ নামক এক ব্যবহারকারী জানিয়েছেন, এই ল্যাম্পগুলির ১০০ ওয়াট গুলিই ছিল এখনকার ২০০ ওয়াট ল্যাম্পের মতো বড় অকৃতির। ল্যাম্পের ক্যাপটা অ্যালুমিনিয়ামের ছিলনা ,ছিল অন্য ধাতুর।
Discussion about this post