করোনা ভাইরাসের আতঙ্কে দেশ জুড়ে চলছে লকডাউন।। মানুষজন নিজেদের ঘরে বন্দী, তাই রাস্তায় লোক প্রায় নেই বললেই চলে। কমে আসছে গাড়ির সংখ্যাও। ঠিক এই অবস্থায় সবথেকে বেশি লাভবান হয়েছে আমাদের পরিবেশ। ধীরে ধীরে ক্রমশঃ দূষণমুক্ত হওয়ার পথে সামিল হয়েছে সে। চারপাশের বাতাস নিজের শুদ্ধতা ফিরে পাচ্ছে। আকাশও প্রায় পরিষ্কার। নতুন করে বাঁচতে শিখছে প্রাণীজগতও।
এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। স্বচ্ছ আকাশের মাঝখানে উজ্জ্বল গোল চাঁদের ছবি সেটি। ক্যাপশনে লেখা “দূষণ মুক্ত আকাশে চাঁদের আলো।” চাঁদটিকে দেখাচ্ছে বেশ বড় এবং উজ্জ্বলতাও। তাতেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি। আসলে অতিরিক্ত দূষণের কারণে আমাদের চারপাশের আবহাওয়া হয়ে উঠেছিল বিষাক্ত। করোনার দাপটে এখন বিশুদ্ধ হচ্ছে বাতাসও। তাই আকাশের মাঝে আরও বেশি উজ্জ্বল ভাবে দেখা যাচ্ছে চাঁদ। তাহলে সত্যি সত্যিই করোনার কিছু ভাল দিকও রয়েছে? সত্যিই কি এর ফলে পুরোপুরি দূষণ মুক্ত হয়ে উঠবে আমাদের চারপাশের পরিবেশ? প্রশ্নটি কিন্তু মনের কোনায় উঁকি দিয়েই যাচ্ছে!
Discussion about this post