বিশ্বের প্রথম করোনা মুক্ত দেশের শিরোপা উঠলো কম্বোডিয়ার মাথায়। শুধু তাই নয়, সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার হলো এই দেশে করোনা কেড়ে নিতে পারেনি একটিও প্রাণ। জানুয়ারি মাসে প্রথম করোনা ধরা পরার পরই তৎপরতার সঙ্গে মারণ-রোগ মোকাবিলা করতে নামে কম্বোডিয়া প্রশাসন। জানুয়ারি থেকে ১৪,৬৮৪ জনের উপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। মোট করোনা আক্রান্ত ধরা পরে ১২২ জন। কম্বোডিয়ায় শেষ করোনা-আক্রান্ত ধরা পড়ে ১২ এপ্রিল। আর এখন তারা প্রত্যেকেই সুস্থ।
গত শনিবার এক মিডিয়ার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ৩৬ বছর বয়সী এক কম্বোডিয়ান মহিলাকে সকলের সামনে হাজির করে প্রশাসন। জানানো হয় রাজধানী নম পেনের খমের সোভিয়েত ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে তিনি ছাড়া পেয়েছেন। আর ইনিই কম্বোডিয়ার শেষ করোনা রোগী যিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। যদিও কম্বোডিয়ার স্বাস্থ্যমন্ত্রী ম্যাম বুনহেং জনগণকে এখনও সজাগ থাকার এবং বড় ভিড় না করার নির্দেশ দিয়েছেন। দেশ করোনা মুক্ত হলেও এখনই কোনো ছাড় দিচ্ছে না কম্বোডিয়া সরকার। দেশে ফের নতুন করে করোনা সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। সেই সঙ্গে কোয়ারেন্টাইনও করা হবে করোনা সন্দেহভাজনদের। এছাড়াও এখন অন্য দেশ থেকে কম্বোডিয়ায় ভ্রমণ করতে এলে ভ্রমণকারীদের কাছে ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। যাতে সে নিশ্চিত করতে পারে সে করোনা আক্রান্ত নয়। তবে প্রবেশের পরও ভিনদেশী পর্যটকদের ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে।
Discussion about this post