ব্যস্ততার ভিড়ে মানুষের হারিয়ে যাওয়া আজ আর নতুন কিছু নয়। দিনের বেলা থাকতে থাকতে হঠাৎ উধাও! বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মেলেনি রিজুর। হ্যাঁ, পায়রাডাঙ্গার ছেলে রিজু। বাড়ি গোপালপুর অঞ্চলে। সবে শেষ হয়েছিল তার মাধ্যমিক পরীক্ষা। গত ১৭ই এপ্রিল থেকে নিখোঁজ রিজু।

মাত্র ১৫ বছর বয়সের একটি ছেলে। তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা মানসিক অবসাদের শিকার। ১৭ই এপ্রিল সকালে তাকে বাড়ি থেকে বেরোতে দেখা যায়। তারপর আর বাড়ি ফেরেনি সে। এ দুনিয়ায় হারিয়ে যাওয়া বোধহয় খুব সহজ। রিজুর বাড়ির লোক যদিও ইতিমধ্যেই থানায় ডায়েরি করেছে। বাড়ির ছেলে বাড়িতে না ফেরার কারণ স্বরূপ জানা গিয়েছে, পাশের বাড়ির কাকুর শাসন। রিজুর মায়ের কথায়, হয়তো সেই কারণেই আজ তার ছেলে বাড়িছাড়া। যদিও এটা তার ব্যক্তিগত ধারণা সম্পূর্ণ।

বাড়ি থেকে বেরোনোর সময়ে তার পরনে ছিল গেঞ্জি আর ফুল প্যান্ট। একেবারে সঠিক বেশ অবশ্য জানা যায়নি। রইলো রিজুর বাড়ির ঠিকানা, গ্রাম- পুরনো গোপালপুর, পায়রাডাঙ্গা; পোস্ট – প্রীতিনগর; থানা – রানাঘাট ; জেলা – নদিয়া; পিন – ৭৪১২৪৭। এ বয়সে হারিয়ে যাওয়া মানসিক চাপে নাকি অভিমানে! খেয়াল রাখুন আপনার পাশের ব্যক্তিটিরও। কাছের মানুষগুলো সম্পর্কে বোধহয় আমাদের আরও বেশি সচেতন হয়ে ওঠা জরুরি। ওপরের বর্ণনা মিলিয়ে যদি কেউ ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 7318638766/ 9932884718









































Discussion about this post