প্রতীকী চিত্র
কথায় আছে ‘রাখে হরি মারে কে’। এই প্রবাদ কার্যত সত্যি করে দেখিয়েছেন উত্তরপ্রদেশের এক ১৭ বছরের কিশোর। গত মাসে একটি সাপ নাকি তাকে একবার দু’বার নয়, ৮ বার কামড়েছে এমনটাই দাবি করেন উত্তরপ্রদেশের রামপুর গ্রামের এক কিশোর যশরাজ এবং তার পরিবার। গ্রামে-গঞ্জে সাপের উপদ্রব নতুন নয়, কিন্তু তাই বলে একই সাপ একটি মানুষকেই ৮ বার কামড়ানোর ঘটনায় তাজ্জব গোটা উত্তরপ্রদেশবাসী।
১৭ বছরের যশরাজের দাবি, গত একমাস ধরে একটি সাপই তাকে তাড়া করেছে এবং কামড়েছে অথচ তাতেও কোনও ক্ষতি হয়নি তাঁর। কিন্তু ক্রমাগত একই সাপ কেন তার পিছু নিয়েছে এই ভেবেই বেজায় শঙ্কিত যশের পরিবার। যশরাজের বাবা চন্দ্রমৌলি মিশ্র জানান, প্রথমবার সাপটি যশরাজকে কামড়ানোর পর তাঁরা যশরাজকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে চিকিৎসা হওয়ার পর সুস্থ হয়ে যায় সে।
অবশেষে এই সাপের নিশানা থেকে ছেলেকে বাঁচাতে অবশেষে সাঁপুড়ের শরণাপন্ন হন যশের পরিবার। সাঁপুড়ের মন্ত্রপুত ঝাড়ফুঁকের পর তার পরামর্শ মতোই যশকে কিছুটা দূরে বাহাদুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দেন যশের পরিবার। কিন্তু সেখানেও গিয়ে হাজির হন সাপ বাবাজী। ফের কামড় খায় যশরাজ। গত ২৫ আগস্ট অষ্টমবার কামড় খেয়ে কার্যত আতঙ্কে দিন গুনছে যশ। বলা যায় না কবে কোথায় আবার তাকে পড়তে হবে সাপটির আক্রমণের মুখে!
Discussion about this post